এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,১০ জানুয়ারী : মদ কেলেঙ্কারি মামলায় আইনি লড়াইয়ে সরকারী কোষাগার থেকে প্রায় ২৫ কোটি টাকা খরচ করেছে দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন আম আদমি পার্টি(আপ) সরকার । সংবাদ সংস্থা হিন্দুস্তান টাইমসের খরচ সংক্রান্ত নথি পরীক্ষা করে জানতে পেরেছে,সিনিয়র আইনজীবী এবং কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভিকে গত ১৮ মাসে ১৮.৯৭ কোটি টাকা দেওয়া হয়েছে, আর রাহুল মেহরাকে ২৮ মাসে ৫.৩০ কোটি টাকা দেওয়া হয়েছে । নথি অনুসারে, ২০২১-২২ এবং ২০২২-২৩ সালে দিল্লি সরকারের পরিবেশ, নগর উন্নয়ন, সমাজকল্যাণ বিভাগ সহ বিভিন্ন বিভাগ আইনি লড়াইয়ে মোট ২৮ কোটি টাকা ব্যয় করেছে। তার মধ্যে মদ কেলেঙ্কারি সংক্রান্ত মামলায় ব্যয় হয়েছে ২৫ কোটি টাকা । আম আদমি পার্টি সরকার আপাতত এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি ।
উল্লেখ্য, দিল্লি সরকারের আনা ২০২১ সালে ১৭ নভেম্বরের নতুন আবগারি নীতির বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ তুলেছিল বিজেপি । অভিযোগের ভিত্তিতে ২০২২ সালের ২৩ জুলাই এলজি ভিকে সাক্সেনা সিবিআই তদন্তের সুপারিশ করেছিলেন ।সিবিআইয়ের পর ইডিও মামলা করেছে । দিল্লি সরকারের উপ-মুখ্যমন্ত্রী এবং আবগারি দপ্তর পরিচালনাকারী মনীশ সিসোদিয়া মদ কেলেঙ্কারির অন্যতম অভিযুক্ত। তবে আদালতে দাখিল করা দুটি অভিযোগপত্রেই তাঁর নাম নেই বলে জানা গেছে ।।