এইদিন ওয়েবডেস্ক,চট্টগ্রাম,২১ জুলাই : বাংলাদেশের জিহাদিদের হাতে ফের খুন হয়ে গেলেন এক হিন্দু ব্যক্তি । এবারে চট্টগ্রাম জেলার ফটিকছড়িতে রিকশাচালক সন্তোষ নাথ (৪৫) এর হাত-পা বাঁধা পচাগলা লাশ উদ্ধার হল একটা খাল থেকে ৷ রবিবার (২০ জুলাই) সকাল ১১টার দিকে লেলাং ইউনিয়নের লালপুল সংলগ্ন খাল থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত সন্তোষ নাথ ওই এলাকার পরিমল নাথের ছেলে। ওই হতদরিদ্র ব্যক্তিকে কেন এমন নৃশংসভাবে খুন করা হল তা এখনো স্পষ্ট নয়৷
স্থানীয় সূত্রে জানা গেছে, সন্তোষ নাথ গত এক সপ্তাহ ধরে নিখোঁজ ছিলেন। তার পরিবারের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পর অবশেষে লাশ উদ্ধার হয় খাল থেকে। প্রত্যক্ষদর্শীরা জানান, দেহটি হাত-পা বাঁধা অবস্থায় ছিল এবং শরীরে আঘাতের চিহ্ন দেখা গেছে। এলাকাবাসী দাবি করছেন, এটি একটি পরিকল্পিত ও নির্মম হত্যাকাণ্ড। তারা ঘটনার পেছনে জড়িতদের চিহ্নিত করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।
ঘটনার বিষয়ে ফটিকছড়ি থানার তদন্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান,’খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করা হয়েছে। মৃতদেহের পরনে ছিল লুঙ্গি ও কালো শার্ট। প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। তবে ময়নাতদন্ত রিপোর্ট ও বিস্তারিত তদন্ত শেষে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।’ এই ঘটনার পর এলাকায় শোক ও ক্ষোভের ছায়া নেমে এসেছে। হিন্দু সম্প্রদায়ের মানুষ আতঙ্কিত হয়ে পড়েছেন। সন্তোষ নাথের মতো একজন সাধারণ রিকশাচালককে নির্মমভাবে হত্যা কেন করা হলো, তা জানতে চান সবাই।।