এইদিন ওয়েবডেস্ক,মালদা,১৮ নভেম্বর : দীর্ঘ ৫ দিন নিখোঁজ থাকার পর মালদা জেলার মোথাবাড়ির ৫ বছরের মেয়ের পচাগলা দেহ উদ্ধার হল একটা ডোবা থেকে । মৃত শিশুটির নাম ঋষিকা মন্ডল । মোথাবাড়ি থানার উত্তর লক্ষ্মীপুর অঞ্চলের লীলারামটোলার বাসিন্দা মনোজ মন্ডলের একমাত্র সন্তান । দিন পাঁচেক আগে মাঠ থেকে হঠাৎ নিখোঁজ হয়ে যায় মেয়েটি । আজ মঙ্গলবার সকালে পুলিশের ডগ স্কোয়াডও ছোট্ট মেয়েটির কোনো হদিশ করতে পারেনি । কিন্তু ডগ স্কোয়াড ব্যর্থ হয়ে ফিরে যাওয়ার আধ ঘন্টার মধ্যেই মেয়েটির পচাগলা দেহ লীলারামটোলার একটি ডোবায় ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা । পরে পুলিশ শিশুটির মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় । তবে এটি নিছক দুর্ঘটনা নাকি খুন, এনিয়ে ধন্দ্বের সৃষ্টি হয়েছে । পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে ।
জানা গেছে,লক্ষ্মীপুর অঞ্চলের লীলারামটোলা গ্রামের বাসিন্দা মনোজ মন্ডল পেশায় কৃষক। গত ১৪ নভেম্বর বিকেল প্রায় ৪টে নাগাদ মেয়েটি মাঠ থেকে বাড়ি ফেরার সময় হঠাৎ নিখোঁজ হয়ে যায় । অনেক খোঁজাখুঁজির পরেও মেয়েটির কোন হদিশ না পেয়ে ওইদিনই মোথাবাড়ি থানায় একটি নিখোঁজ ডাইরি করে পরিবার । এরপরই পুলিশ লীলারামটোলা গ্রাম সহ আশপাশের সমস্ত এলাকায় মেয়েটির সন্ধানে তল্লাশি অভিযান শুরু করে । কিন্তু তার কোনো হদিশ করতে পারেনি । আজ সকাল থেকে বেশ কিছুক্ষণ পুলিশের ডগ স্কোয়াড এসেও তল্লাশি চালায় । কিন্তু পুলিশের স্নিফার ডগও কোনো সন্ধান করতে পারেনি । আর ডগ স্কোয়াড চলে যাওয়ার প্রায় আধ ঘন্টা পরেই লীলারামটোলার এক পানায় ভরা ডোবায় ছোট্ট ঋষিকার নিথর দেহ ভাসতে দেখেন গ্রামবাসীরা।পরে খবর পেয়ে পুলিশ দেহটি উদ্ধার করে নিয়ে যায় । মেয়েটির দেহ উদ্ধারের পর কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকজন । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।।
Author : Eidin.

