এইদিন ওয়েবডেস্ক,নিউইয়র্ক,১৪ অক্টোবর : আমেরিকার ক্যাপিটল হিলে হামলার ঘটনায় এবার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে সমন জারি করতে চলেছে বর্তমান শাসকদল । ট্রাম্প সমনের জবাব না দিলে তার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের সম্ভাবনা রয়েছে। কারাদণ্ডের সম্ভাবনাও রয়েছে তাঁর । ডেমোক্র্যাট বেনি থম্পসন বলেছেন,ট্রাম্পের উচিত সেদিনের তাঁর ভূমিকার ব্যাখ্যা করা ।
উল্লেখ্য,২০২১ সালের ৬ জানুয়ারী ক্যাপিটল হিলে হামলার ঘটনা ঘটেছিল । নির্বাচনে পরাজয় সহ্য করতে না পেরে ট্রাম্পের উসকানিতেই তাঁর সমর্থকরা হামলা চালিয়েছিল বলে অভিযোগ তুলেছিল ডেমোক্র্যাটরা । এবার ওই হামলার ঘটনায় ট্রাম্পের বিরুদ্ধে তদন্তের সিদ্ধান্ত নিয়েছে মার্কিন কংগ্রেস কমিটি । মামলার তদন্তকারী প্যানেলে ৭ জন ডেমোক্র্যাট এবং ২ জন রিপাবলিকান সদস্য রয়েছেন । ওই ৯ জন সর্বসম্মতিক্রমে ট্রাম্পের বিরুদ্ধে তদন্তের সিদ্ধান্ত নিয়েছেন । এখন তারা ট্রাম্পের বিরুদ্ধে সমন জারি করার সিদ্ধান্তও নিয়েছেন বলে খবর ।
কয়েক দিনের মধ্যে ট্রাম্পের সমন পাওয়ার সম্ভাবনা রয়েছে। শুনানির জন্য একটি সময়সীমাও নির্ধারিত করা হবে । কমিটির ভাইস চেয়ারম্যান লিজ চেনয় বলেছেন যে তাঁরা হামলাকারীর কাছ থেকে ওই দিনের হামলার মোটিভ নিয়ে তথ্য সংগ্রহের চেষ্টা করছেন । কমিটি বলেছে, নির্বাচনে পরাজিত হওয়ার পর ট্রাম্পের ঠিক কী ধরনের মানসিকতা কাজ করেছিল তা জানতে তাঁরা তদন্ত চালাবেন ।।