এইদিন ওয়েবডেস্ক,নওগাঁ,১৮ জানুয়ারী : বাংলাদেশে হিন্দুদের মৃত্যু মিছিল অব্যাহত । এবারে নওগাঁয় নদী থেকে উদ্ধার হল এক হিন্দু মেধাবী কলেজ ছাত্রের দেহ । মৃতের নাম অভি । শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে নদী থেকে ভাসমান অবস্থায় এক অজ্ঞাত যুবকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে খবর ছড়িয়ে পড়লে অভির পরিবার এসে দেহটি শনাক্ত করে।
নিহত অভি বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারের বাসিন্দা রমেশ চন্দ্রের বড় ছেলে। তিনি নওগাঁ সরকারি কলেজের ম্যানেজমেন্ট বিভাগের অনার্স চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন। মৃতের পরিবার অভির স্বপ্ন ছিল অনার্স শেষ করে ভালো একটি চাকরি করে পরিবারের হাল ধরবেন। আর মাত্র কিছুদিন পরেই ছিল তার ফাইনাল পরীক্ষা। কিন্তু একটি মর্মান্তিক মৃত্যুতে সেই সব স্বপ্ন এখন নদীর জলে মিশে গেছে।
ছেলের মৃতদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন বাবা রমেশ চন্দ্র। তিনি বলেন, গত ১১ জানুয়ারি রাগ করে বাড়ি থেকে বের হয়েছিল ছেলে। এরপর আত্মীয় স্বজনের বাড়ি, পরিচিত সব জায়গায় খোঁজ করা হয়। কোথাও কোনো সন্ধান না পেয়ে আদমদীঘি থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।পড়াশোনায় ভালো ছাত্র অভির এমন মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না পরিবার, আত্মীয়স্বজন ও সহপাঠীরা । এ বিষয়ে নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়ামুল ইসলাম জানান, নদী থেকে উদ্ধার করা মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।।
