এইদিন স্পোর্টস নিউজ,২৫ জানুয়ারী : বাংলাদেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে না দিলে বৈশ্বিক টুর্নামেন্ট বর্জন করবে পাকিস্তানও – এমন সম্ভাবনার খবর কয়েকদিন ধরেই প্রচার করে আসছিল পাকিস্তানের কয়েকটি সংবাদমাধ্যম। এর মধ্যেই গতকাল শনিবার আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিয়ে দেয় আইসিসি। আইসিসির চূড়ান্ত সিদ্ধান্ত আসার পর এক সাংবাদিক সম্মেলনে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসীন নাকভি জানান, বাংলাদেশের সঙ্গে অন্যায় হয়েছে। আর বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে পিসিবি চেয়ারম্যান জানান, এই ব্যাপারে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী।
বাংলাদেশের দেখাদেখি পাকিস্তানের বিশ্বকাপ বর্জনের এমন আলোচনার মধ্যেই টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি। সালমান আলী আঘার নেতৃত্বাধীন দলে বাবর আজম থাকলেও জায়গা হয়নি মোহাম্মদ রিজওয়ান, হারিস রউফের মতো অভিজ্ঞদের।
আজ রবিবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে এক সাংবাদিক সম্মেলনে দল ঘোষণা করে পিসিবি। দল ঘোষণার সময় নির্বাচক কমিটির সদস্য আকিব জাভেদের সঙ্গে উপস্থিত ছিলেন টি-টোয়েন্টি দলের অধিনায়ক সালমান আলী আঘা ও কোচ মাইক হেসন।
পাকিস্তানের এবারের দলে থাকা ক্রিকেটারদের মধ্যে অধিনায়ক সালমান, ফাহিম আশরাফ, খাজা নাফি, সালমান মির্জা, সাহিবজাদা ফারহান ও উসমান তারিকের মতো ক্রিকেটাররা প্রথমবারের মতো বিশ্বকাপ দলে ডাক পেলেন।
এবারের বিশ্বকাপে পাকিস্তান আছে ‘এ’ গ্রুপে। ওই গ্রুপে তাদের সঙ্গী হিসেবে আছে ভারত. নেদারল্যান্ডস, যুক্তরাষ্ট্র ও নামিবিয়া। বিশ্বকাপে পাকিস্তানের সবগুলো ম্যাচ হবে শ্রীলঙ্কায়।আগামী ৭ ফেব্রুয়ারি কলম্বোতে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে পাকিস্তান। তিন দিন পর একই ভেন্যুতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলতে নামবে দলটি। এরপর ১৫ ফেব্রুয়ারি প্রেমাদাসা স্টেডিয়ামে বহুল প্রতীক্ষিত ভারত-পাকিস্তান মহারণ। আর ১৮ ফেব্রুয়ারি নামিবিয়ার বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচটা খেলবে পাকিস্তান।
পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপ দল:
সালমান আলী আঘা (অধিনায়ক), আবরার আহমেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, ফখর জামান, খাজা নাফি, মোহাম্মদ নেওয়াজ, সালমান মির্জা, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, শাহিন শাহ আফ্রিদি, শাদাব খান, উসমান খান ও উসমান তারিক।।
