এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,৩০ নভেম্বর : গত ৪ নভেম্বর থেকে ১২টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হয়েছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআরের কাজ (SIR)। আগামী ৪ ডিসেম্বরের মধ্যে গননা ফর্ম (এনুমারেশন ফর্ম) জমা নিয়ে কমিশনের ওয়েবসাইটে আপলোড করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন । আগামী ৯ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ হওয়ার কথা ছিল। কিন্তু আজ রবিবার বিজ্ঞপ্তি জারি করে নির্বাচন কমিশন জানিয়েছে যে ওইদিন খসড়া ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না । পরিবর্তে আগামী ১৬ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে । পাশাপাশি গননা ফর্ম কমিশনের ওয়েবসাইটে আপলোড করার শেষ দিনও ১১ ডিসেম্বর করা হয়েছে । মূলত এসআইআর প্রক্রিয়াকেই সাতদিন পিছিয়ে দেওয়া হয়েছে ।
কমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খসড়া ভোটার তালিকা প্রকাশের পর থেকে ২০২৬ সালের ১৫ জানুয়ারি পর্যন্ত কমিশনে যাবতীয় অভিযোগ জানানো যাবে । অভিযোগের ভিত্তিতে ইআরও-দের কাছে শুনানি প্রক্রিয়া চলবে ১৬ ডিসেম্বর থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত । ভোটার তালিকা চূড়ান্ত করা হবে ১০ ফেব্রুয়ারির মধ্যে । চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ১৪ ফেব্রুয়ারি। অর্থাৎ পূর্বের ঘোষনার সাত দিন পর । মূলত বুথ লেভেল অফিসারদের (বিএলও) চাপ কমাতেই নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করা হচ্ছে । যদিও গোটা এসআইআর প্রক্রিয়া সাত দিন পিছিয়ে দেওয়ার কারন ব্যাখ্যা করেনি নির্বাচন কমিশন৷।

