এইদিন ওয়েবডেস্ক,শিলিগুড়ি,৩১ জানুয়ারী : ‘বামেরা যা ক্ষতি করার করেছিল,কিন্তু তৃণমূল এসে বাংলাকে আরও অন্ধকারের দিকে ঠেলে দিয়েছে’ – আজ শনিবার শিলিগুড়ির কর্মী সম্মেলনে ঠিক এই ভাষাতেই মমতা ব্যানার্জিকে বিঁধলেন অমিত শাহ । শুধু তাইই নয়, রাজ্যের তৃণমূল আশ্রিত সিন্ডিকেট নিয়েও তিনি তীব্র ভাষায় আক্রমণ শানিয়েছেন৷ অমিত শাহের কথায়,’কেন্দ্রের পাঠানো ১০ লক্ষ কোটি টাকা খেয়ে ফেলেছে তৃণমূলের সিন্ডিকেট’ । পাশাপাশি একবার বিজেপিকে সুযোগ দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেছেন,’ সোনার বাংলা গড়ে দেখাব ।’
এদিন দুর্নীতি, অনুপ্রবেশ,রাজ্যের বেহাল অর্থনীতি, বেকারত্ব, শিল্পায়ন প্রভৃতি একাধিক ইস্যুতে তৃণমূল সুপ্রিমো ও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে তুলোধুনো করেন অমিত শাহ ৷ তিনি রবীন্দ্রনাথ, বিবেকানন্দ ও বঙ্কিমচন্দ্রের স্বপ্নের বাংলা গড়ার অঙ্গীকার করে বলেন,’বিজেপি ক্ষমতায় এলে রাজ্যে অনুপ্রবেশ বন্ধ হবে এবং শিল্পায়নের মাধ্যমে যুবকদের ভিনরাজ্যে যাওয়া আটকানো হবে ।’ তিনি বলেন,’২০১১ থেকে ২০২৫ সালের মধ্যে পশ্চিমবঙ্গে প্রায় ৬৯০০টি ছোট-বড় শিল্প সংস্থা বন্ধ হয়ে গিয়েছে। এর মধ্যে ১১০টি নামী সংস্থা শেয়ার বাজারে তালিকাভুক্ত ছিল। শাহের দাবি, এককালে জিডিপি-তে প্রথম সারিতে থাকা পশ্চিমবঙ্গ এখন তলানিতে গিয়ে ঠেকেছে। বামেরা যা ক্ষতি করার করে দিয়ে গেছে, তৃণমূল এসে বাংলাকে আরও অন্ধকারের দিকে ঠেলে দিয়েছে ।’
এদিন বাগডোগরা এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া গ্রাউন্ডের সভায় মমতার কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগেরও পালটা জবাব দিয়েছন অমিত । তিনি বলেন,’কংগ্রেসের ইউপিএ সরকারকে মমতাদি তো সমর্থন দিয়েছিলেন, তখন ১০ বছরে বাংলা পেয়েছিল মাত্র ২ লক্ষ কোটি টাকা। আর মোদীজি গত কয়েক বছরে পাঠিয়েছেন ১০ লক্ষ কোটিরও বেশি। এই ১০ লক্ষ কোটি টাকা তৃণমূলের সিন্ডিকেটের পেটে গেছে । জনগনের কাছ পর্যন্ত পৌঁছায়নি ।’ বিজেপি ক্ষমতায় এলে তাদের প্রত্যেককে জেলে পাঠানোর হুঁশিয়ারি দেন তিনি ।।

