এইদিন ওয়েবডেস্ক,কোট্টায়াম,২৮ আগস্ট : কেরালার সিপিএম ও পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার (PFI) গোপন সম্পর্কের কথা কারোর অজানা নয় । ফের একবার প্রকাশ্যে এল এই সম্পর্ক ।শোনা যাচ্ছে চলতি বছরের সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে কোট্টায়াম জেলার ভাঝুরে (Vazhoor, Kottayam) পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার একটি অনুষ্ঠানের উদ্বোধন করতে চলেছেন বাম গণতান্ত্রিক ফ্রন্ট (LDF) গভর্নমেন্ট চিফ হুইপ এবং সিপিএমের কেরালা কংগ্রেসের স্থানীয় বিধায়ক (এম) ডক্টর এন জয়রাজ (Dr. N. Jayaraj)।
অর্গানাইজার উইকলির একটি প্রতিবেদন থেকে জানা গেছে, সিপিএম নেতার পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার একটি অনুষ্ঠানের উদ্বোধন করতে যাওয়া নিয়ে তীব্র সমালোচনা করেছে বিজেপি । বিজেপির জোরদার সমালোচনার সামনে পড়ে জয়রাজ দাবি করেন, তিনি জানতেন না যে ভাঝুরে হতে চলা অনুষ্ঠানটি আদপে পিএফআই স্পনসরড প্রোগ্রাম । তিনি পিএফআই সংযোগ সম্পর্কে জানতে পেরে আয়োজকদের জানিয়েছিলেন যে তিনি অংশগ্রহণ করবেন না ।
তবে ডক্টর এন জয়রাজের এই যুক্তি মেনে নিতে চায়নি সাধারণ মানুষ । তাদের দাবি, কেরালায় সিপিএম ও উগ্র ইসলামপন্থী সংগঠনের মধ্যে গোপন বোঝাপড়া আজকের নয় । এই বিষয়ে দু’দলের তরফে কখনো মুখ না খুললেও কেরালার লোকেরা ভাল করেই জানে যে প্রচুর পিএফআই ক্যাডাররা দিনের বেলায় সিপিএম কর্মী এবং সূর্যাস্তের পর তারা দলীয় কর্মকাণ্ড চালায় ।
মিডিয়া রিপোর্ট অনুযায়ী,আলাপজা(Alappzha) জেলার কিছু সিপিএম নেতার পিএফআই এবং পিপলস ডেমোক্রেটিক পার্টির (পিডিপি) সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে বলে অভিযোগ উঠছে । ব্যাঙ্গালোরে 20 টি ধারাবাহিক বিস্ফোরণের ঘটনা এবং বিভিন্ন সন্ত্রাসবাদী কাজকর্মে যুক্র থাকার অভিযোগে জেলবন্দি আব্দুল নাসর আল মাদানির (Abdul Nasr al Madani) দলের সাথে সিপিএমের যোগসূত্র নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ।।