এইদিন ওয়েবডেস্ক,সুরাট,০২ আগস্ট : দুই বছর বয়সী একটি মেয়েকে ধর্ষণের পর খুনের ঘটনায় অভিযুক্ত ইসমাইল ইউসুফের মৃত্যুদণ্ডের সাজা শোনালো গুজরাটের সুরাটের একটি আদালত । চলতি বছরের ২৮ ফেব্রুয়ারী সুরাট শহরের শচীনের কাপলেটা এলাকার একটি পরিত্যক্ত বাড়ির পিছনে ঝোপজঙ্গলের মধ্যে থেকে উদ্ধার হয়েছিল ওই শিশুটির মৃতদেহ ৷ শিশুটির দেহে একাধিক আঘাতের চিহ্ন ছিল । ঘটনার তদন্তে নেমে ইসমাইল ইউসুফের জড়িত থাকার প্রমান পায় পুলিশ ।
পুলিশ জানতে পারে,প্রতিদিনের মত ঘটনার দিন সন্ধ্যায় মেয়েটি তার বাবার বন্ধু ইসমাইল ইউসুফের বাড়িতে খেলতে গিয়েছিল । সেই সুযোগে সে মেয়েটিকে ধর্ষণ করে,মেয়েটির শরীরের বিভিন্ন অংশে আঘাত করে এবং সেই সব দৃশ্য নিজের মোবাইল ফোনে ভিড় রেকর্ড করে রাখে ।
দেহ উদ্ধারের ঘন্টা খানেকের মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ । গ্রেফতারির মাত্র ১১ দিনের মাথায় আদালতে চার্জশিট পেশ করা হয় । এই মামলায় ৫৯ জন সাক্ষী ছিল এবং ৭০ টি প্রামাণ্য নথি আদালতে পেশ করা হয়েছিল । তার ভিত্তিতে অভিযুক্ত ইসমাইল ইউসুফকে দোষী সাব্যস্ত করে আদালত । অবশেষে ঘটনার পাঁচ মাসের মাথায় অভিযুক্তের সাজা ঘোষণা হল ।।
ছবি ও তথ্য : সৌজন্যে ভিটিভি গুজরাটি ।