এইদিন ওয়েবডেস্ক,চট্টগ্রাম,৩০ আগস্ট : গাঁজা পাচারের ২ আসামিকে ৫ ওয়াক্ত নামাজ পড়ার শর্তে মুক্তি দিল আদালত । পাশাপাশি দুই আসামিকে বঙ্গানুবাদ করা কোরান শরিফ দেওয়ার জন্য জেল কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে । এহেন ঘটনাটি ঘটেছে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের চট্টগ্রাম মেট্রোপলিটন আদালতে । আর এই অদ্ভুত রায়টি দিয়েছেন বিচারক কাজী শরীফুল ইসলাম ।
জানা গেছে,দুই আসামির নাম আব্দুর রহিম (৩০) ও মোহাম্মদ হোসেন (৪২) । গত ২২ মে চট্টগ্রাম বন্দর থানার পোর্ট কলোনি ১ নম্বর রোডের নতুন মার্কেট জামে মসজিদের সামনে থেকে এক কেজি গাঁজাসহ তাদের গ্রেফতার করেছিল পুলিশ । বন্দর থানার পুলিশ দুজনের বিরু৬ল নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করেছিল । গত ২৯ জুন আদালতে চার্জশিট জমা দেওয়া হয় । সোমবার(২৯ আগস্ট ২০২২) ধৃতদের আদালতে পেশ করা হয়েছিল । চট্টগ্রাম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) মোহাম্মদ রায়হাদ চৌধুরী (রনি) বলেন, ‘আদালত দুই আসামিকে এক বছর ৫ ওয়াক্ত নামাজ পড়ার ও দুজনকে বাংলা অনুবাদসহ দুটি কোরান শরিফ দেওয়ার আদেশ দিয়েছেন জেল কর্তৃপক্ষকে । পরে তাদের মুক্তি দিয়েছেন বিচারক ।’
এদিকে নামাজ পড়ার শর্তে আসামিদের মুক্তি দেওয়ায় বাংলাদেশের বিচারব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে । বাংলাদেশের সংখ্যাগুরু মানুষ আদালতের এই রায়কে সাধুবাদ জানালেও একাংশের মানুষ এটাকে বিচারব্যবস্থায় মৌলবাদের অনুপ্রবেশ হিসাবেই দেখছেন ।।