এইদিন ওয়েবডেস্ক,তেহেরান,১৬ ফেব্রুয়ারী : হিজাব বিরোধী আন্দোলনে সমর্থন করায় বছর তেত্রিশের ইরানি র্যাপার তোমাজ সালেহি (Toomaj Salehi) কে ২০২২ সালের অক্টোবরে গ্রেফতার করা হয়েছিল । তারপর ২০২৩ সালের জুলাইয়ে, একটি আদালত শিল্পীকে “পৃথিবীতে দুর্নীতির” (corruption on Earth) জন্য ছয় বছর তিন মাসের কারাদণ্ড দেয়। সুপ্রিম কোর্ট একটি আপিলের জবাব দেওয়ার পর ১৮ নভেম্বর তিনি জামিনে মুক্তি পান, “মূল সাজাটিতে ত্রুটি” খুঁজে পেয়ে পুনরায় পরীক্ষা এবং সম্ভাব্য পুনঃবিচারের জন্য মামলাটিকে নিম্ন আদালতে ফেরত পাঠানো হয় । একটি ভিডিওতে কারাগারে তার নির্যাতনের কথা প্রকাশ্যে বলার পর নতুন অভিযোগের মুখোমুখি হওয়ার জন্য সালেহিকে দুই সপ্তাহেরও কম সময় মধ্যে ফের কারাগারে ফেরত পাঠানো হয়েছিল ।
তারপর প্রায় দীর্ঘ একবছর কারাদণ্ডের বিরুদ্ধে তোমাজ সালেহি ইস্ফাহান প্রদেশের আদালতে মুক্তির জন্য আবেদন জানান । কিন্তু তার সেই আবেদন খারিজ করে দেওয়া হয়েছে ।
তোমাজ সালেহির আইনজীবী আমির রাইসিয়ান আধা-সরকারি আইএলএনএ নিউজ এজেন্সিকে বলেছেন,’প্রাথমিক এক বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে আমাদের আপিল ইসফাহান আদালতের ১৭ শাখা খারিজ করে দিয়েছে । আমরা আপিলের জন্য অন্যান্য উপায়গুলি অন্বেষণ চালিয়ে যাব ।’
উল্লেখ্য,তোমাজ সালেহি সরকারের সমালোচনা করে এমন গান প্রকাশ করেছিলেন যাতে তেলেবেগুনে জ্বলে যান ইরানের সর্বোচ্চ ধর্মগুরু । এছাড়া তিনি দেশের মানুষের স্বাধীনতা ও নারী অধিকারের দাবিতে বিক্ষোভকে সমর্থন করেছিল এবং বিক্ষোভের সময় নিজের ছবি এবং ভিডিও পোস্ট করেছিল । আর তারপরেই তাকে আজব অভিযোগ তুলে গ্রেফতার করে ইরানি পুলিশ ।।