এইদিন ওয়েবডেস্ক,শিলিগুড়ি,০৭ সেপ্টেম্বর : শিলিগুড়ির মাটিগাড়ায় একটি নেপালি স্কুলের নবম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ ও নৃশংসভাবে খুনের ঘটনায় অভিযুক্ত মহম্মদ আব্বাসের মৃত্যুদণ্ডের নির্দেশ দিল আদালত । আজ শনিবার শিলিগুড়ি আদালতের অ্যাডিশনাল সেশনস জাজ কোর্টের (পকসো) বিচারক অনিতা মেহেত্রা মাথুর এই সাজা ঘোষণা করেছেন । তার আগে বহু মানুষ আদালতে উপস্থিত হন । আসামির ফাঁসির দাবিতে সরব হন সকলে৷ উপস্থিত ছিলেন নিহত কিশোরীর মা । বিচারক আসামির ফাঁসির সাজা ঘোষণা করতেই আদালত চত্বরে উল্লাসে মেতে ওঠেন সকলে । মেয়ের ন্যায়বিচার হওয়ায় কান্নায় ভেঙে পড়েন নিহত নাবালিকার মা ।
ওই নৃশংস বর্বরোচিত ঘটনাটি ঘটে, ২০২৩ সালের ২১ আগস্ট । নাবালিকা ছাত্রীকে মাটিগাড়ায় একটা পরিত্যক্ত ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ এবং বাঁধা পেয়ে তাঁকে পাথর দিয়ে থেতলে খুন করে মহম্মদ আব্বাস । ঘটনার দিন রাতে মহম্মদ আব্বাসকে গ্রেফতার করে মাটিগাড়া থানার পুলিশ।
জানুয়ারি মাস থেকে মামলার শুনানি শুরু হয়।এই মামলায় ২২ জন সাক্ষী দেন।গত বুধবার মহম্মদ আব্বাসকে দোষী সাব্যস্ত করে বিচারক। শুক্রবার তাঁর ফাঁসির সাজা ঘোষণার দিন ঠিক হয় । তবে শুনানি হলেও সাজা ঘোষণা করেননি বিচারক। আজ শনিবার বিকেল ৩ টে নাগাদ সাজা ঘোষণার সময় ধার্য্য করা হয় । অবশেষে সকলের ইচ্ছা অনুরূপ আসামিকে মৃত্যুদণ্ড দেওয়ার নির্দেশ দেন বিচারক।।