এইদিন ওয়েবডেস্ক,লখনউ,০২ মার্চ : উত্তরপ্রদেশের হাথরাসের বুলগড়িতে ২০ বছরের এক তরুনীকে ধর্ষণের ঘটনায় চার প্রধান অভিযুক্তের মধ্যে তিনজনকে খালাস করেছে এসসি-এসটি আদালত । একজন অভিযুক্তকে দোষী সব্যস্ত করা হয়েছে । ঘটনাটি ঘটে ২০২০ সালের ১৪ সেপ্টেম্বর । ওইদিন চাঁদপা এলাকার বুলগড়ী গ্রামের ওই তরুনীকে ধর্ষণের ঘটনা ঘটে । তরুনীর জিহ্বাসহ শরীরের একাধিক অঙ্গে গুরুতর আঘাত ছিল । ওই মাসের ২৯ শে সেপ্টেম্বর দিল্লির সফদরগঞ্জে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় মেয়েটির । এই ঘটনায় একই গ্রামের বাসিন্দা সন্দীপ ঠাকুর, রামু সিং, লাভকুশ সিং এবং রবি সিং এই ৪ জনের বিরুদ্ধে এসসি/এসটি আইনে গনধর্ষণের মামলা দায়ের করা হয় । উত্তরপ্রদেশের যোগী সরকার হাথরাস ঘটনার তদন্তের জন্য কেন্দ্রীয় সরকারের কাছে সিবিআই তদন্তের সুপারিশ করেছিল। ২০২০ সালের অক্টোবরে সিবিআই মামলার তদন্ত শুরু করে ।
কিন্তু বৃহস্পতিবার এসি/এসটি আদালত এই মামলায় রামু, লাভকুশ এবং রবিকে খালাস দিয়েছে । শুধু সন্দীপকে দোষী সব্যস্ত করা হয়েছে । অর্থাৎ আদালতের রায়ে প্রমাণিত যে ওই দিন কিশোরীকে গণধর্ষণ করা হয়নি । যদিও এই রায়ে সন্তুষ্ট নয় নিহত কিশোরীর পরিবার । নিহত কিশোরীর পরিবার হাইকোর্টে আপিল করতে পারে বলে খবর ।।