প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,১৯ জুলাই : বিজেপি করার অপরাধে এক দম্পতিকে মারধর করে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ উঠলো শাসক দলের লোকজনের বিরুদ্ধে । রবিবার ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কালনা থানার পিন্ডিরা পঞ্চায়েতের কৈগড়িয়া গ্রামে । মারধরের ঘটনা বিষয়ে আক্রান্ত বিজেপি কর্মী স্বপন দাস কালনা থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করলেও এখনও কেউ গ্রেপ্তার হয়নি । কালনার তৃণমূল নেতৃত্ব যদিও ঘটনার দায় অস্বীকার করেছেন ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে ,স্বপন দাস কালনা ২ ব্লকের কৈগড়িয়া গ্রামের বাসিন্দা ।স্বপনবাবু পুলিশ কে জানিয়েছেন ,’তিনি বিজেপি পার্টি করেন ।সেই কারণে রবিবার সকালে তিনি যখন কাজে যাচ্ছিলেন তখন তৃণমূলের ৬ জন ব্যক্তি তাঁর উপরে হামলা চালায়।স্বপনবাবু দাবি করেছেন, তাঁকে খুন করার উদ্দেশ্যেই লোহার রড,বাঁশের লাঠি দিয়ে মারধোর করে তৃণমূলের দুস্কৃতিরা । সেই সময়ে তাঁর স্ত্রী বাঁধা দিতে গেলে তাকেও মারধোর করা হয়। স্বপনবাবুর অভিযোগ তাঁর স্ত্রীকে অর্ধনগ্ন করা হয় । এরপর তাঁদের পুড়িয়ে মারার জন্য কেরোসিন তেল নিয়ে আসে তৃণমূলের দুস্কৃতিরা । বাঁচার জন্যে তাঁরা চিৎকার-চেঁচামেচি শুরু করলে প্রতিবেশীরা ছুটে এসে তাঁদের উদ্ধার করেন।’
বিজেপি কর্মীর আনা এই অভিযোগ প্রসঙ্গে
কালনা ২ ব্লক তৃণমূলের সভাপতি প্রণব রায় বলেন , ‘অভিযোগ সত্য নয় । রাজনৈতিক উদ্দেশ্যেই এইসব অসত্য অভিযোগ আনা হচ্ছে ।’ বিজেপির পূর্ব বর্ধমান কাটোয়া সাংগাঠনিক জেলা সভাপতি কৃষ্ণ ঘোষ বলেন , ‘রাজ্য জুড়েই তৃণমূল সন্ত্রাস জারি রেখেছে । ওদের মন্ত্রীও এখন সেই সন্ত্রাসের হাত থেকে রেহাই পাচ্ছে না ।’ কৃষ্ণবাবু জানান, স্বপন দাস ও তাঁর স্ত্রীকে মারধরের ঘটনা বিষয়ে তারা রাজ্য বিজেপি নেতৃত্ব কে জানাবেন ।।