এইদিন ওয়েবডেস্ক,ঢাকা,১২ সেপ্টেম্বর : মিয়ানমার থেকে পালিয়ে আসা লক্ষ লক্ষ রোহিঙ্গাদের জন্য দরদা খুলে দিয়েছিল বাংলাদেশ । শুরুর দিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন তাঁরা দু’বেলা দু’মুঠো খেতে পেলে রোহিঙ্গারাও পাবে । কিন্তু প্রতি বছর রোহিঙ্গাদের দ্রুত হারে বংশবৃদ্ধির পাশাপাশি দেশে নারী পাচার,মাদক পাচার, সন্ত্রাসবাদী কর্মকাণ্ড বৃদ্ধি পাওয়ার জন্য সেই রোহিঙ্গারাই এখন বাংলাদেশের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে । তাই যেমন করেই হোক রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে চাইছে বাংলাদেশ । ফের একবার রোহিঙ্গাদের নিয়ে আশঙ্কার কথা শোনা গেল হাসিনার গলায় । তিনি বলেছেন,যদি রোহিঙ্গাদের দ্রুত স্বদেশে ফেরত পাঠানো না যায় তাহলে ভবিষ্যতে বাংলাদেশ অনিরাপদ হয়ে উঠবে।
সোমবার ৪৬তম ইন্দো প্যাসিফিক আর্মিস ম্যাজেমেন্ট সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য দেওয়ার সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘রোহিঙ্গাদের অবস্থানের কারণে পরিবেশগত ও অর্থনৈতিক দিক থেকে বাংলাদেশের অনেক বড় ক্ষতি হচ্ছে । মানবিক কারনে আমরা রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছিলাম । কিন্তু বাংলাদেশে স্থায়ীভাবে তাদের বসবাসের চেষ্টা উদ্বেগজনক। এর মাধ্যমে ব্যাপক হারে নিরাপত্তা ঝুঁকি তৈরি হতে পারে। তাই আমরা আগেও মিয়ানমারকে অনুরোধ করেছি, এখনো করছি, রোহিঙ্গাদের ফিরিয়ে নিন।’ প্রসঙ্গত, সম্প্রতি চার দিনের ভারত সফরে এসেও রোহিঙ্গাদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন শেখ হাসিনা । তিনি রোহিঙ্গাদের প্রত্যার্পনের জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্যোগী হওয়ার জন্য আহ্বান জানিয়েছিলেন ।।