এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২১ ডিসেম্বর : কলকাতা পুরসভা নির্বাচনের গননা শুরু হয়ে গিয়েছে । পুরসভার ১৪৪ টি ওয়ার্ডের গননা হচ্ছে ১৬ টি কেন্দ্রে ৷ গণনা কেন্দ্রগুলিতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে । গননা কেন্দ্রের ২০০ মিটার বৃত্তের মধ্যে ১৪৪ ধারা লাগু করা হয়েছে । মঙ্গলবার সকাল ৮ টায় শুরু হয়েছে ভোটগণনা । প্রাথমিক ট্রেন্ডে নিশ্চিত যে এবারেও কলকাতা পুরসভার দখল নিতে যাচ্ছে তৃণমূল কংগ্রেস । সকাল ৯ টা পর্যন্ত ৫৫ টি ওয়ার্ডের ফলাফলের ট্রেন্ড সামনে এসেছে । তার মধ্যে ৫০ টিতে এগিয়ে তৃণমূল, ২ টি বিজেপি,১ টি বামফ্রন্ট,১ টি কংগ্রেস ও ১ টিতে এগিয়ে নির্দল প্রার্থী । গত ১৯ ডিসেম্বর কেএমসির নির্বাচনে ভোট পড়েছিল ৬৪ শতাংশ । মোট প্রার্থী ৯৫০ জন ।
শাসকদলের বিরুদ্ধে সন্ত্রাস,বুথ দখল ও ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ তুলে পুনঃনির্বাচনের দাবিতে কমিশনের দপ্তরে ধর্ণায় বসেছিল বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির নেতা ও নেত্রীরা । যদিও বিজেপির সেই দাবি খারিজ করে দিয়েছিল নির্বাচন কমিশন ।
প্রসঙ্গত,২০১৫ সালের কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন(কেএমসি) নির্বাচনে ১৪৪ টি ওয়ার্ডের মধ্যে তৃণমূল কংগ্রেসের দখলে ছিল ১১৪ টি ওয়ার্ড । ১৫ টি আসন নিয়ে দ্বিতীয় স্থানে ছিল সিপিএম । বিজেপি পেয়েছিল ৭ টি আসন । গত লোকসভা ও বিধানসভা ভোটের ফলাফলের নিরিখে তৃণমূলের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসাবে উঠে এসেছে বিজেপি । এখন কলকাতা পুরসভা নির্বাচনে বিজেপি সেই ধারা অব্যাহত রেখে দ্বিতীয় স্থানে থাকে কিনা সেটাই দেখার ৷ যেহেতু এবারে ইভিএমে ভোট হয়েছে তাই আশা করা হচ্ছে বেলা ১ টার মধ্যে সামনে এসে যাবে চুড়ান্ত ফলাফল ।।