প্রদীপ চট্টোপাধ্যায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),০২ নভেম্বর : কালী পুজো পর থেকেই শুরু হয় পূর্ব বর্ধমান জেলার কাটোয়া থানার বিজনগর গ্রামের চট্টোপাধ্যায় পরিবারের জগদ্ধাত্রী পূজোর কাউন্টডাউন । তিন শতাধিক বছরের প্রাচীন এই পূজো । শাক্ত মতে পূজো হয় চট্টোপাধ্যায় পরিবারের জগদ্ধাত্রী দেবীর । একই দিনে সপ্তমী অষ্টমী ও নবমী পূজো হয় । পুরনো বিধি মেনে তিন দিনের পুজোয় তিন বার ছাগ বলি দিতে হয় । দশমী পুজো শেষে সিঁদুর খেলায় মাতে পরিবারের সদস্যরা । পারিবারিক হলেও চট্টোপাধ্যায় পরিবারের জগদ্ধাত্রী পূজো ঘিরে গ্রামবাসীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায় ।
পরিবারের অন্যতম সদস্য সুদীপ চট্টোপাধ্যায় বলেন, ‘আমাদের পূর্ব পুরুষ রাম কুমার চট্টোপাধ্যায় কৃষ্ণনগরের মহারাজা কৃষ্ণচন্দ্রর প্রধান খাজাঞ্চি ছিলেন । তিনি ১১০২ বঙ্গাব্দে তিনি কৃষ্ণনগর থেকে থেকে বিজনগর গ্রামে এসে বসতি স্থাপন করেন । তাঁর ছেলে চন্ডী চরণ চট্টোপাধ্যায় পারিবারিক জগদ্ধাত্রী পূজোর সূচনা করেছিলেন । তখন থেকেই একইভাবে দেবীর পূজো হয়ে আসছে ।’ তিনি জানান,আগে যৌথ পরিবারে পূজো পরিচালনা হলেও বর্তমানে পালা করে পুজো হয় । কালীপূজো শেষ হওয়ার পর থেকেই জগদ্ধাত্রী পূজোর প্রস্তুতি শুরু হয় । পূজোর আগে আত্মীয়স্বজনরা এসে জড়ো হয় ।।