প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,০১ মে : কোভিডে আক্রান্ত রোগীদের ওয়ার্ডের বেডেই দীর্ঘক্ষণ ধরে এক মৃত বৃদ্ধার দেহ পড়ে থাকলে ও হেলদোল দেখাচ্ছিলেন না হাসপাতাল কর্তৃপক্ষ। তা নিয়ে শনিবার সকাল থেকে ব্যাপক ক্ষোভ বিক্ষোভ ছড়িয়ে পড়ে পূর্ব বর্ধমানে কালনা সুপার স্পেশালিটি হাসপাতালের কোভিড ওয়ার্ডে থাকা রোগী মহলে ।এর পরেই নড়ে চড়ে বসেন হাসপাতাল কর্তৃপক্ষ ।শুক্রবার মধ্য রাতে মারা যাওয়া বৃদ্ধার দেহ অবশেষে ওয়ার্ড থেকে সরানো হয় শনিবার বেলা ১২ টা নাগাদ।যদিও হাসপাতাল কর্তৃপক্ষ সাফাই দিয়েছে কোভিড প্রটোকল মেনে দেহ সরাতে হওয়ার জন্য বিলম্ব হয়েছে।
কালনা সুপার স্পেশালিটি হাসপাতালের তিন তলায় ঝাঁ চকচকে কোভিড ওয়ার্ড চালু করা হয়েছে। সেই ওয়ার্ডেই শুরু হয়েছে কোভিড আক্রান্তদের চিকিৎসা। ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন বেশ কয়েকজন রোগীও। ওয়ার্ডে চিকিৎসাধীন থাকা কোভিড আক্রান্ত এক মহিলা রোগীর আত্মীয় স্বপন কুমার দে এদিন বলেন ,চিকিৎসা শুরু হলেও কালনা হাসপাতালের কোভিড ওয়ার্ডে অব্যাবস্থা রয়েই গিয়েছে । তিনি জানান ,কোভিড ওয়ার্ডে শুক্রবার মধ্য রাতে এক বৃদ্ধার মৃত্যু হয় । তার পর থেকে ওই মৃতদেহ বেডেই পড়ে থাকে । মৃতদেহ ঢাকা দেওয়াও হয় না। এদিন সকাল থেকে ওই মৃতদেহ দেখে ওয়ার্ডে থাকা অন্য কোভিড আক্রান্ত রোগীদের মৃত্যু ভয় বাড়তে শুরু করে । মৃতদেহ অন্যত্র সরিয়ে নেওয়ার জন্যে ওয়ার্ডে থাকা অন্য রোগীরা বারবার বলে চললেও হাসপাতালের তরফে কেউ হেলদোল দেখান না।এমনকি চিকিৎসক ও নার্সকে জানাবার পরেও কেউ দেহ সরাতে আসেন না । এই ভাবে বেলা ১২ টার কাছাকাছি সময় পর্যন্ত ওয়ার্ডের বেডে বৃদ্ধার মৃতদেহ পড়ে থাকলে রোগীদের অসন্তোষ তীব্র হয়ে ওঠে । তার পর কালনা সুপার স্পেশালিটি হাসপাতাল কর্তৃপক্ষ দেহ সরিয়ে নেয় । রোগী পরিজনদের অভিযোগ মৃতদেহ সরানো না হওয়া পর্যন্ত চিকিৎসা পরিষেবা দিতেও ওই ওয়ার্ডে যান নি কোন চিকিৎসক ও নার্স ।
কালনা মহকুমা হাসপাতালের সুপার অরূপরতন করণ এই বিষয়ে বলেন ,রোগীর পরিজনদের সঙ্গে কথা বলে কোভিড প্রটোকল মেনে দেহ সরাতে হয় । সেই সব কাজ সম্পূর্ণ করে বেলা ১২ টার মধ্যেই মৃত দেহ সরিয়ে নেওয়া হয়েছে ।।