এইদিন ওয়েবডেস্ক,মালদা,১৯ সেপ্টেম্বর : মালদা জেলার ইংরেজবাজার পৌরসভার ২১নম্বর ওয়ার্ডের সুকান্তপল্লী এলাকার রাস্তাটি দীর্ঘদিন বেহাল অবস্থায় ছিল । তৃণমূল শাসিত পৌরসভায় রাস্তা সংস্কারের জন্য বহুদিন ধরে তদ্বির করেও কোনো কাজ হয়নি বলে অভিযোগ । অবশেষে নিজের সাংসদ কোটার অর্থ বরাদ্দ করে রাস্তা সংস্কারে উদ্যোগী হলেন বিজেপির রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য । সম্প্রতি তিনি রাস্তা সংস্কারের জন্য ১০ লক্ষ টাকা বরাদ্দ করেন । বৃহস্পতিবার রাস্তার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন হয় স্থানীয় মহিলাদের শঙ্খ ও উলুধ্বনিতে । উপস্থিত ছিলেন ইংরেজবাজার পৌরসভার বিরোধী দলনেতা অম্লান ভাদুড়ি সহ ২১ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর সুতপা মুখার্জি ।
অম্লান ভাদুড়ি জানান, পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের প্রায় পাঁচশো মিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে । এলাকাবাসী বছর দুয়েক ধরেই রাস্তাটি সংস্কারের জন্য দাবি জানিয়ে আসছিলেন । তারা বিজেপি কাউন্সিলর সুতপা মুখার্জিকে এই বিষয়ে উদ্যোগী হওয়ার আহ্বান জানান । তিনি বিষয়টি রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্যকে বিষয়টি জানান । শেষ পর্যন্ত সাংসদ তাঁর কোটা থেকে ১০ লক্ষ টাকা বরাদ্দ করেছেন। বৃহস্পতিবার রাস্তার কাজের শুভ সূচনা হল । খুব শীঘ্র কাজ শুরু হবে বলে তিনি জানান ।।