এইদিন ওয়েবডেস্ক,মালদা,২৫ জুলাই : এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের(ইডি) জেরা চলাকালীন অসুস্থ হয়ে পড়লে তৃণমূল কংগ্রেসের মহাসচিব তথা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে প্রথমে কলকাতার এসএসকেএম-এ ভর্তি করা হয় । পরে ইডির আবেদনের ভিত্তিতে তাঁকে ওড়িশার ভুবনেশ্বরের এইমস চিকিৎসা করানোর ছাড়পত্র দেয় কলকাতা হাইকোর্ট । সুত্রের খবর, এইমসের চিকিৎসকরা জানিয়েছেন পার্থবাবুর তেমন গুরুতর কোনো সমস্যা নেই । তাঁকে দ্রুত ছেড়ে দেওয়া হতে পারে বলে খবর । এদিকে প্রাক্তন শিক্ষামন্ত্রী যাতে দ্রুত সুস্থ হয়ে ইডির মুখোমুখি হতে পারেন সেই কামনার সোমবার বিকেলে পুরাতন মালদা থানার বুলবুল চন্ডি মোড়ে বিবেকানন্দ স্ট্যাচুড় সামনে রীতিমতো ঢাকঢোল বাজিয়ে যজ্ঞানুষ্ঠানের আয়োজন করল পুরাতন মালদা ব্লক ও শহর কংগ্রেসের নেতাকর্মীরা । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরাতন মালদা বিধানসভা কেন্দ্রের প্রাক্তন কংগ্রেস বিধায়ক অর্জুন হালদার, ছাত্র পরিষদের সভাপতি মান্তু ঘোষ, পুরাতন মালদা ব্লক ও শহর কংগ্রেসের জেলা নেতৃত্বরা ।
অর্জুন হালদার বলেন, ‘এসএসসি নিয়োগ দুর্নীতি অভিযোগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছে ইডি । কিন্তু তিনি জেরার মাঝে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন এবং বর্তমানে তার চিকিৎসা চলছে । তাই আমরা আজ যজ্ঞানুষ্ঠানের আয়োজন করেছি যাতে উনি দ্রুত সুস্থ হয়ে ওঠেন এবং ইডির সামনাসামনি হয়ে বাস্তব সত্যটা তুলে ধরতে পারেন ।’ তিনি বলেন, ‘এসএসসি নিয়োগ দুর্নীতিতে বর্তমান শাসকদলের বহু নেতানেত্রীরা জড়িয়ে পড়েছেন । দূর্নীতি করে টাকার পাহাড় করে ফেলেছেন তাঁরা । অসহায় বেকার যুবক-যুবতীদের কাছ থেকে তাঁরা প্রচুর টাকা তুলে নয় ছয় করছেন । তাই সত্যটা সামনে আসা খুব জরুরী ।’।