এইদিন ওয়েবডেস্ক,নয়া দিল্লি,০৪ ফেব্রুয়ারী : ভারত আক্রমণকারী ও উইঘুর মুসলিম গণহত্যাকারী কমান্ডারকে বেইজিং শীতকালীন অলিম্পিক ২০২২-এর মশাল বহনের দায়িত্ব দিয়েছে চীন । তাই অলিম্পিকের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান বয়কট করল ভারত । ওই অনুষ্ঠানগুলিতে কোনও ভারতীয় প্রতিনিধি যোগ দেবে না । এমনকি ওই অনুষ্ঠান দূরদর্শনেও সম্প্রচার করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি ।
প্রসঙ্গত,২০২০ সালে গালভান উপত্যকায় ভারতীয় সেনার উপর হামলাকারী দলের নেতৃত্ব দিয়েছিল চীনের পিপলস লিবারেশন আর্মির ওই কমান্ডার । অতর্কিত হামলায় বেশ কয়েকজন ভারতীয় জওয়ান শহীদও হয়েছিল । এছাড়া চীনের উইঘুর মুসলিমদের গণহত্যাকারী হিসাবেও ওই কমান্ডারের কুখ্যাতি আছে । এহেন একজন সামরিক কমান্ডারকে সম্মানিত করতে অলিম্পিকে মশাল বহনকারী হিসেবে চীন বেছে নেওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে ভারত । চীনের এই সিদ্ধান্তকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছিলেন অরিন্দম বাগচি । একটি সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে বাগচি বলেন, ‘বেইজিং-এ ভারতীয় দূতাবাসের ইনচার্জ বেইজিং ২০২২ শীতকালীন অলিম্পিকের উদ্বোধনী বা সমাপনী অনুষ্ঠানে যোগ দেবেন না । এটা দুঃখের বিষয় যে চীন অলিম্পিকের মতো একটি অনুষ্ঠানকে রাজনীতিকরণ করতে বেছে নিয়েছে ।’
অন্যদিকে, চীনের এই পদক্ষেপকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন মার্কিন সিনেটের পররাষ্ট্র বিষয়ক কমিটির র্যাঙ্কিং সদস্য রিপাবলিকান সিনেটর জিম রিশ । তিনি বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের সার্বভৌমত্বকে সমর্থন করতে থাকবে ।’
জিম টুইট করেছেন, ‘এটি লজ্জাজনক যে বেইজিং শীতকালীন অলিম্পিক ২০২২-এর মশাল বহনের দায়িত্ব এমন একজনকে দিয়েছে যিনি ২০২০ সালে ভারতে আক্রমণকারী পিএলএর কমান্ডার ছিলেন । এছাড়া তিনি উইঘুর মুসলিমদের নির্বিচারে হত্যা করেছেন । মার্কিন যুক্তরাষ্ট্র উইঘুরদের স্বাধীনতা ও ভারতের সার্বভৌমত্বকে সমর্থন অব্যাহত রাখবে ।’ উল্লেখ্য,২০২২ সালের বেইজিং শীতকালীন অলিম্পিক ৪ থেকে ২২ ফেব্রুয়ারী পর্যন্ত অনুষ্ঠিত হবে ।।