এইদিন ওয়েবডেস্ক,নিমুচ(মধ্যপ্রদেশ),১৭ মে : মধ্যপ্রদেশের নিমুচ জেলার নিমুচ (Neemuch) সিটি থানা এলাকায় একটি মূর্তি প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ল দুই গোষ্ঠীর লোকজন । জানা গেছে,নিমুচ শহরের পুরাতন কোর্ট এলাকার একটি দরগার কাছে একটি হনুমানের মূর্তি স্থাপন করাকে কেন্দ্র করে বিবাদের সুত্রপাত । দুই পক্ষের মধ্যে তুমুল ইঁটবৃষ্টি শুরু হলে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় । খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশবাহিনী । উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে । ইঁটের আঘাতে একজন জখম হয়েছে বলে জানা গেছে ।
উত্তেজনা থাকায় এলাকায় ১৪৪ ধারা লাগু করা হয়েছে । এই ঘটনায় এযাবৎ ৪ টি এফআইআর রজু করেছে পুলিশ । উভয় পক্ষের ৯ জনকে আটক করা হয়েছে । পুলিশ ড্রোন ও সিসিটিভি ক্যামেরার মাধ্যমে স্পর্শকাতর এলাকাগুলোতে নজরদারি চালাচ্ছে ।
পরিস্থিতির উপর নজর রাখছেন খোদ এসপি সুরজ কুমার ভার্মা । এসপি বলেন,’নিমুচ টাউন থানা এলাকায় একটি দরগার কাছে কিছু মানুষ হনুমানের একটি নতুন মূর্তি স্থাপন করেছিল । আর তা নিয়ে বচসা থেকে উভয় সম্প্রদায়ের লোকজনের মধ্যে ঝামেলা বাধে । কয়েকজন দুর্বৃত্ত পাথর ছুড়ে কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করে । এই ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে । আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ।’ পাশাপাশি তিনি জানিয়েছেন, রাত ১০টার পর থেকে আর কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি ।।