দিব্যেন্দু রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),০৫ জানুয়ারী : কয়েকদিন ধরেই উত্তাপের পারদ নিম্নমুখী । তার সঙ্গে ভোর থেকে শুরু হচ্ছে ঘন কুয়াশা । তাই কনকনে ঠান্ডা থেকে স্বস্তি পেতে কয়েকজন ইঁট ভাটার শ্রমিক মিলে আগুন পোহাচ্ছিলেন । পাশেই ছোটাছুটি করছিল কয়েকটি শিশু । তাদের মধ্যে একজন পা পিছলে এসে পড়ে ওই আগুনের উপর । বুধবার সকালে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া থানার অগ্রদ্বীপের একটি ইঁটভাটায় ।
জানা গেছে,শিশুটির বাবা-মা ওই ইঁট ভাটায় শ্রমিকের কাজ করেন । তাঁদের বাড়ি বিহারে । ঘটনার পর লিটো মাজি নামে বছর আটেকের ওই শিশুকে উদ্ধার করে প্রথমে কাটোয়া মহকুমা হাসপাতালে আনা হয় । সেখান থেকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় । শিশুটির শরীর সামনের বেশিরভাগ অংশ আগুনে দগ্ধ হয়ে গেছে । বর্তমানে শিশুটি আশঙ্কাজনক অবস্থায় বর্ধমান হাসপাতালে চিকিৎসাধীন ।।