এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পুর্ব বর্ধমান),৩১ জুলাই : বাড়ির পাশেই বড় দিঘি । টানা বৃষ্টিপাতের জেরে বর্তমানে দিঘিটির টইটুম্বুর জল । সকলের নজর এড়িয়ে ওই দিঘির ঘাটে একাই খেলা করছিল বছর দুয়েকের এক শিশু । সেই সময় কোনওভাবে জলে পড়ে গিয়ে মৃত্যু হল তার । শনিবার সকালে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার ভাতার বাজারের মহাপ্রভূতলা পাড়ায় । মৃত শিশুর নাম লোকনাথ মাঝি । মর্মান্তিক এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ।
জানা গেছে, তাপস মাঝি ও চন্দনাদেবীর একমাত্র সন্তান লোকনাথ । ভাতার বাজারের মহাপ্রভু তলায় সন্তোষ সায়ের নামে এক দিঘির পাড়ে এক কামরার পাকা বাড়িতে বসবাস । তাপসবাবু পুকুরে মাছ ধরার কাজ করেন । এদিন সকালে যথারীতি তিনি কাজে বেড়িয়ে যান । বাড়িতে ছিল স্ত্রী ও শিশুপুত্র । চন্দনাদেবী জানান, এদিন সকালে তিনি গৃহস্থালির কাজকর্ম সারছিলেন । ছেলে তখন বাড়ির বারান্দায় একাই খেলা করছিল । সকাল দশটা নাগাদ তিনি ছাদে জামাকাপড় শুকাতে দিতে গিয়েছিলেন । কিছুক্ষণ পর নেমে এসে দেখেন ছেলে নেই । তারপর খোঁজাখুঁজি করলে বাড়ির পাশে সন্তোষ সায়েরের পুকুরের জলে ছেলেকে ভাসতে দেখেন ।
জানা গেছে,ছেলেকে ওই অবস্থায় দেখে চিৎকার করে লোকজন ডাকাডাকি করেন চন্দনাদেবী । এরপর স্থানীয় লোকজন ছুটে এসে ওই শিশুকে উদ্ধার করে চিকিৎসার জন্য ভাতার স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায় । কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন ।।