• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

শিশুবিকাশ কেন্দ্র রাতারাতি হয়ে গেল তৃণমূল কংগ্রেসের কার্যালয়, প্রশাসনের দ্বারস্থ খণ্ডঘোষ গ্রামবাসী

Eidin by Eidin
November 24, 2023
in জেলার খবর, রাজ্যের খবর
শিশুবিকাশ কেন্দ্র রাতারাতি হয়ে গেল তৃণমূল কংগ্রেসের কার্যালয়, প্রশাসনের দ্বারস্থ খণ্ডঘোষ গ্রামবাসী
4
SHARES
61
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,২৪ নভেম্বর : এ যেন ’জাদু’ বিদ্যাকেও হার মানিয়ে দেওয়ার মত ব্যাপার ।যা ছিল শিশুবিকাশ কেন্দ্র তা রাতারাতি হয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেসের কার্যালয় । আর এই ঘটনা নিয়েই শুক্রবার সকাল থেকে ব্যাপক  ক্ষোভ বিক্ষোভ ছড়িয়ে পড়ে পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের লোদনা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত  বারিশালী গ্রাম। ঘটনার বিহিত চেয়ে গ্রামের বাসিন্দারা ই-মেল করে ব্লক প্রশাসন ও মহকুমা শাসকের কাছে অভিযোগ জানিয়েছেন। পাশাপাশি  ঘটনার নিন্দাকরে বিরোধীরাও বিষয়টি নিয়ে জোরদার আন্দোলনে নামার প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছে।
বারিশালী গ্রামে শুক্রবার পৌছে দেখা যায়
অ্যাসবেস্টর্স চালার একটি বাড়ির সিমেন্ট দিয়ে
বড় বড় করেলেখা রয়েছে, ‘বারিশালী ২২ নম্বর শিশুবিকাশ কেন্দ্র’। তার ঠিক নীচে আবার তৃণমূলের প্রতীক আঁকা রয়েছে । প্রতীকের মাথায় রঙ দিয়ে লেখা হয়েছে, ‘বারিশালী তৃণমূল কংগ্রেস কার্যালয়’।আর এ নিয়েই বেঁধেছে বিরোধ। গ্রামের বাসিন্দারা জানিয়েছেন,দীর্ঘ বেশ কয়েক বছর ধরে এই বাড়িটি ছিল শিশুবিকাশ কেন্দ্র অর্থাৎ অঙ্গনওয়াড়ি কেন্দ্র ছিল। কিছু দিন হল বারিশালী উচ্চ বিদ্যালয়ের পাশে কেন্দ্রটি স্থানান্তর করা হয় । 
তারপর থেকে বাড়িটি ফাঁকাই পড়েছিল । হঠাৎ করে বুধবার সকালে ফাঁকা বাড়িটির ‘দখল’ নেয় শাসক দল,তৃণমূল। তারা পর রাতারাতি বাড়িটিকে তৃণমূল কার্যালয় বানিয়ে ফেলা হয় । বাড়িটির দেওয়ালেও তৃণমূল কংগ্রেসের প্রতীক এঁকে দিয়ে তার উপরে বারিশালী তৃণমূল কংগ্রেস কার্যালয় বলে লিখে দেওয়া হয়েছে । এমনকি ওই লেখার পাশে বুথ ১০২/১১৩ বলেও উল্লেখ করে দেওয়া হয়েছে। এলাকাবাসী দাবি করেছেন,’এতকাল শিশুশিক্ষা কেন্দ্র হিসাবে যে বাড়িটি ব্যবহৃত হয়েছে সেটি হয় প্রসাসন অন্য কোন জনকল্যাণ কর কাজে ব্যবহার করক ,নয়তো বাড়িটিকে সাংস্কৃতিক চর্চা কেন্দ্র হিসেবে গড়ে তোলা হোক। সেই কথাই প্রশাসনকে জানানো হয়েছে বলে গ্রামবাসীরা মন্তব্য করেন। এ বিষয়ে মহকুমা শাসক  (বর্ধমান দক্ষিণ) কৃষ্ণেন্দু মণ্ডল বলেন,’ই-মেলে পাঠানো চিঠি এখনও  দেখিনি। ওই চিঠির বিষয়বস্তু দেখার পর পুলিশের পাশাপাশি  প্রশাসনিক ভাবেও তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে ।’
এলাকার প্রবীণ বাসিন্দা মনোরঞ্জন বটব্যাল জানান, বারিশালী গ্রামের বাসিন্দা জগবন্ধু রায় সিপিএমের দলীয় অফিস করার জন্যে ১৯৮৪ সালে জায়গাটি দান করেছিলেন । যার দাগ নম্বর: ২২৮৯, খতিয়ান নম্বর: ১৫৮/২। এর কিছুদিনের মধ্যেই গ্রামে শিশুবিকাশ কেন্দ্র অর্থাৎ অঙ্গনওয়াড়ি তৈরির প্রস্তাব আসে। কিন্তু তখন শিশুবিকাশ কেন্দ্র গড়ার জন্যে  জায়গা না মেলায় জগবন্ধু বাবুর অনুমতিতে ওই জায়খার একাংশে ‘২২ নম্বর’ শিশু বিকাশ কেন্দ্র গড়ে ওঠে ।সেই থেকে কিছুদিন আগে পর্যন্ত ওই বাড়িতেই শিশুবিকাশ কেন্দ্র চলে। বাড়িটির প্রকৃত মালিক জগবন্ধু বাবু পাঁচ বছর আগে মারা গিয়েছেন । আর তিনি যাঁকে ওই জমিটি দিয়ে গিয়েছিলেন সেই সিপিএমের নেতা আলম সাহানাও পাঁচ মাস আগে মারা গিয়েছেন ।


প্রশাসনকে ই-মেলে পাঠানো চিঠিতে স্বাক্ষর থাকা  জয়ন্ত মাঝি,আয়নাল মণ্ডল সহ ৫০ জন বাসিন্দার  দাবি,বাড়িটি এখন কার্যত  মালিকানাহীন। ওই বাড়িতে প্রতিদিন সন্ধেয় নাট্যচর্চার আসর বসে। সে জন্যে বাড়িটি যাতে কোনও রাজনৈতিক দলের হাতে না যাক ।  বাড়িটিকে সাংস্কৃতিক চর্চার কেন্দ্র হিসেবে গড়ে তোলা হলেই ভাল হয়।
খণ্ডঘোষের  বিধায়ক নবীনচন্দ্র বাগ বলেন, ‘দখলদারি নীতিতে তৃণমূল বিশ্বাস করে না।
সিপিএমের কয়েকজন আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন। বিধানসভার অধিবেশন শেষ হওয়ার পরে আলোচনায় বসে এই বিষয়টি সমাধানের
যথাযথ পথ  বের করা হবে ।’ যদিও সিপিএমের জেলা কমিটির সদস্য বিনোদ ঘোষ বলেন,’ওই বাড়ি রাজনৈতিক দলের হাতে চলে গেলে এলাকার সাংস্কৃতিক প্রেমী মানুষরা সমস্যায় পড়বেন।তাই
বাড়িটিকে যাতে সাংস্কৃতিক চর্চা কেন্দ্র হিসাবে
গড়ে তোলা সেটাই প্রশাসন দেখা উচিত ।’ আর জেলা বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র বলেন,’দখলের রাজনীতিতে তৃণমূল সিদ্ধহস্ত । তাই ভোটের সময় ছাপ্পা ভোট দেওয়ার জন্য বুথ দখল থেকে শুরু করে শিশুবিকাশ কেন্দ্র দখল , সবই তৃণমূলের রাজত্বে চলছেই ।’।

Previous Post

ছেলে ভিন পাড়ার মেয়েকে নিয়ে পালানোয় বাবাকে পিটিয়ে খুন মূর্শিদাবাদে !

Next Post

আবেদন করেও মেলেনি সরকারী প্রকল্পের ঘর, শেষে মাটির বাড়ি ভেঙে পড়ে মৃত্য পরিবারের ১ সদস্যের, জখম ২

Next Post
আবেদন করেও মেলেনি সরকারী প্রকল্পের ঘর, শেষে মাটির বাড়ি ভেঙে পড়ে মৃত্য পরিবারের ১ সদস্যের, জখম ২

আবেদন করেও মেলেনি সরকারী প্রকল্পের ঘর, শেষে মাটির বাড়ি ভেঙে পড়ে মৃত্য পরিবারের ১ সদস্যের, জখম ২

No Result
View All Result

Recent Posts

  • বাংলাদেশের দুই সংবাদপত্রের অফিস সম্পূর্ণ ধ্বংস করে দিল ইসলামপন্থীরা 
  • চট্টগ্রামে ভারতীয় সহকারী হাই কমিশনার রাজীব রঞ্জনের বাসভবনে ইসলামপন্থীদের হামলা, ঢাকায় দুই সংবাদপত্র অফিসে লুটপাট ও অগ্নিসংযোগ, চুড়ান্ত নৈরাজ্য বাংলাদেশে 
  • ধর্মনিন্দার মিথ্যা অভিযোগ ফের এক হিন্দু যুবককে পিটিয়ে ও জীবন্ত পুড়িয়ে খুন করল ইসলামি উগ্রবাদীরা,চললো  লুটপাট ও অগ্নিসংযোগ 
  • মমতা ব্যানার্জির ভাইঝিকে ঘুঘনি বিক্রির ব্যবসা করার জন্য ১০০০ টাকা দেওয়ার কথা ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী 
  • তৃণমূল ছাত্রপরিষদের ২ দলের  মধ্যে কর্তৃত্ব দখলের লড়াই ঘিরে উত্তপ্ত পূর্ব বর্ধমান জেলার গুসকরা কলেজ 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.