এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,১৩ জানুয়ারী : ‘সততার প্রতীক’ হিসাবে বড়াই করা দেশের বিভিন্ন রাজ্যে ক্ষমতায় থাকা আঞ্চলিক দলগুলি একের পর এক দুর্নীতিতে জড়িয়ে পড়ছে । পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগ দূর্নীতি,গরু পাচার, রেশন দুর্নীতির মতই আবগারি দুর্নীতি অর্থাৎ মদ কেলেঙ্কারিতে আষ্টেপৃষ্টে জড়িয়ে করেছে দিল্লির অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি(আপ) । এই মামলায় ইতিমধ্যেই জেলে গেছেন দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া ৷ এছাড়া এই মামলায় অরবিন্দ কেজরিওয়ালকে একাধিকবার তলব করেছিল ইডি । কিন্তু তিনি ইডির মুখোমুখি হয়নি । চতুর্থবার ফের তাকে তরফ করা হল । এবারে ১৮ই জানুয়ারী ইডির সামনে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে । সূত্রের খবর, এবারও যদি তিনি হাজিরা এড়িয়ে যান তাহলে ইডি তাকে গ্রেফতার করতে পারে । ফলে আসন্ন লোকসভা নির্বাচনে কেজরীওয়ালকে জেলের মধ্যেই কাটাতে হতে পারে বলে মনে করা হচ্ছে । আপ নেতা রাঘব চাড্ডাও এনিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন ।
এর আগে গত ৩ জানুয়ারি অরবিন্দ কেজরিওয়ালকে তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট । কিন্তু তিনি সেই তলবকে বেআইনি বলে দাবি করে এড়িয়ে গিয়েছিলেন । এর আগে গত ২ নভেম্বর এবং ২১ ডিসেম্বরও তাকে আরো দুবার তলব করেছিল ইডি । কিন্তু ওই দুবারও তিনি হাজিরা এড়িয়ে যান । এখন দেখার বিষয় ১৮ই জানুয়ারী কেজরিওয়াল ইডির মুখোমুখি হয় কিনা ।
এদিকে শনিবার ‘ইন্ডি’ জোটের বিভিন্ন দলের শীর্ষ নেৃতৃত্বকে নিয়ে বৈঠক ডেকেছে কংগ্রেস । কিন্তু শোনা যাচ্ছে যে ওই বৈঠকে থেকে উপস্থিত থাকবেন না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি । এরই মাঝে ইন্ডি জোটের আর এক শরিক দল আম আদমি পার্টির সর্বোচ্চ নেতা অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারি নিয়ে জল্পনা, জোটের ভবিষ্যৎকে প্রশ্নচিহ্নের মুখে ফেলেছে ।।