এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,৩১ জুলাই : ফের দুর্গাপূজার অনুদান বাড়ালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি । গত বছরের ৮৫ হাজার টাকা থেকে বাড়িয়ে আজ বৃহস্পতিবার ১ লক্ষ ১০ হাজার টাকা অনুদানের কথা ঘোষণা করেন তিনি । তবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কথায়, পুজোর অনুদান বাড়িয়ে কোনো লাভ হবে না, কারন ঘুঁষ দিয়ে ভোট পাবেন না মমতা ব্যানার্জি ৷ পাশাপাশি আরজি করের অভয়ার বাবা মায়ের দিকে তাকিয়ে পুজো কমিটিগুলির কাছে তিনি সরকারি অনুদান না নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘যারা অনুদান নেবেন না তারা আমার কাছে আসবেন।’
আজ বৃহস্পতিবার দুর্গা পুজো নিয়ে কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বৈঠক ডেকেছিলেন মমতা ব্যানার্জি । পুজো সম্পর্কে প্রয়োজনীয় নির্দেশ দিলেন তিনি। সব শেষে ঘোষণা করলেন অনুদান। শেষ পর্যন্ত গত বছরের তুলনায় আরও ২৫ হাজার টাকা অনুদান বাড়ানোর কথা ঘোষণা করেন তিনি । এদিকে বিধানসভার বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী অনুদান বৃদ্ধির বিষয়ে প্রতিক্রিয়ায় বলেন,’কোন লাভ হবে না । যারা সনাতন হিন্দু, ভারতপ্রেমী তাদের মমতা ব্যানার্জি যতই ঘুষ দিন আপনাকে ভোট দেবে না ।’ তিনি বলেন,’সব পুরসভায় হেরেছে৷ ৭৭ টা পুরসভা কর্পোরেশন হেরেছে । শিলিগুড়ি, আসানসোল, দুর্গাপুর কর্পোরেশন হেরেছে৷ আমরা ৭৭ এবং কংগ্রেস সিপিএম জোট পাঁচটা পুরসভাতে লিড আছে । তাই এসব করে কোন লাভ হবে না ।’ তিনি আরও বলেন, ‘যে রাজ্যে সাত লক্ষ কোটি টাকার ঋণ, ২ কোটি ১৫ লক্ষ বেকার, ৬০ লক্ষ পরিযায়ী শ্রমিক, ৮২০০ সরকারি স্কুল বন্ধ, ৬৮০০ শিল্প তাড়িয়েছেন, তাই আর যাই হোক কোন সুস্থ মাথার ব্যক্তি মমতা ব্যানার্জিকে ভোট দেবেন না । নিশ্চিন্ত থাকুন ।’ পাশাপাশি তিনি আরজি করের ধর্ষণ-খুন হওয়া অভয়ার বাবা-মায়ের যন্ত্রণার কথা ভেবে পুজো কমিটিগুলিকে সরকারি অনুদান বয়কট করার আহ্বান জানিয়ে বলেন,’যারা অনুদান নেবেন না, তারা আমার সাথে যোগাযোগ করবেন৷’
এদিন দুর্গা পুজোর কার্নিভালের দিনও ঘোষণা করেন মমতা ব্যানার্জি । তিনি জানান,৫ অক্টোবর হবে দুর্গা পুজোর কার্নিভাল। তিনদিন ধরে বিসর্জনের সময় পাবেন কর্মকর্তারা । এই বিষয়ে শুভেন্দু অধিকারী বলেছেন,’কবে প্রতিমা বিসর্জন হবে সেটা ঠিক করার মমতা কে ? পাঁজি মেনে বিসর্জনের সিদ্ধান্ত নেবেন পুজো উদ্যোক্তরা ৷’
সেই সাথে মমতা ব্যানার্জি এও বলেন,’অনেকে বলে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি পুজো করতে দেয় না। ঘরে ঘরে পুজো হয়। এমন পুজো নেই যা বাংলায় হয় না। কেউ কেউ তো কোর্টে চলে যায়।’ মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের প্রতিক্রিয়ায় শুভেন্দু অধিকারী বলেন,’হ্যাঁ, আদালতে যেতে হয়েছে তো । উনার বাড়ির কাছে যোগেশচন্দ্র কলেজে, ছাত্রীকে আদালতে যেতে হয়েছে । মমতা ব্যানার্জি যে কত বড় মিথ্যাবাদী, দুদিন আগে দিল্লী পুলিশ সেটা প্রমাণ করেছে । ইলেকশন কমিশন পর্যন্ত তৃণমূলের টুইটের প্রতিক্রিয়া জানিয়েছে । তৃণমূল দল যে মিথ্যাবাদী এটা সবাই জানে । উখড়াতে পুজো বন্ধ করে দিয়েছিল, আমাদের গিয়ে পুজো করতে হয়েছে । হিন্দুরা মিছিল করবে দীঘাতে, আদালত থেকে অনুমতি নিতে হয়েছে । দীঘাটা কি আপনার পৈতৃক সম্পত্তি নাকি ? ওটা বিধানচন্দ্র রায় করে গিয়েছিলেন । এই সরকার হিন্দু বিরোধী সরকার, মুসলিম লীগ দুই সরকার । সোহ্রাওয়ার্দী যা করতে পারেনি ইনি তার থেকে বেশি করছেন ।’ তিনি আরো বলেন, এই কারণে হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের পরিবার আমরা সঙ্গে সাক্ষাৎ করেনি টাকাও নেয়নি । হিন্দুরা আপনাকে ঘেন্না করে। বাংলার জনগণের গর্জন, ছাব্বিশে মমতার বিসর্জন ।’।