প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,২৭জুন : বর্ধমানের গোদার মাঠে অনুষ্ঠিত সরকারী সভা থেকে কেন্দ্রের বিজেপির সরকারের বিরুদ্ধে সোমবার তোপ দাগেন মুখ্যমন্ত্রী মমত বন্দ্যোপাধ্যায় । কেন্দ্রের ’অগ্নিপথ“ প্রকল্পের নাম মুখে না এনে মুখ্যমন্ত্রী এদিন তিনি বলেন,’আমরা বিজেপির মতো নই । ওরা বলছে চার মাস ,ছয় মাস ট্রেনিং নিয়ে যাঁরা চাকরি পাবেন তঁদের চাকরির মেয়াদ চার বছর । তার পর তারা কোথায় যাবে? লালিপপ খাবে !’
‘অগ্নিপথ’ প্রকল্প ২০২৪ এর লোকসভা ভোট কে সামনে রেখে চালু করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী তাঁর বক্তব্যে ইঙ্গিত দেন । এই প্রসঙ্গে তিনি বলেন, ২০২৪ লোকসভা ভোট কে সামনে রেখে ওই ’উজ্জ্বলা’ যোজনার মতো চার বছরের চাকরি । চার বছর চাকি করে সারাটা জীবন চলবে তো । চার বছর চাকরি করার পর কোথায় যাবে বেকার ছেলে মেয়েরা । মুখ্যমন্ত্রী সভা থেকে জানিয়ে দেন , আমরা দাবি করছি ওই চাকরিটা চার বছরের জন্য নয় । ওই চাকিটা ৬০ বছর বয়স পর্যন্ত দিতে হবে । প্রয়োজনে ৬৫ বছর করতে ।
আমারা টিচার ও মেডিকেল প্রফেশানে যাঁরা আছেন তাঁদের ৬৫ বছর করে দিয়েছি । চার বছরে কিচ্ছু হবে না ।আমাদের এখানে ১১ কোটি লোক । ওদের চাকরি পাবে সংখ্যায় ১ হাজার। এক হাজারে কি হবে । ওটা চোখে দূরবীন দিয়েও দেখা যাবেনা । এইসব সত্যি কথা বললেই ইডি ,সিবিআই কে লাগিয়ে দেওয়া হচ্ছে । মুখ্যমন্ত্রী দাবি করে বলেন,আমরা তো বছরে বছরে লক্ষ লক্ষ চাকরি দি । আমারা দেবও । ,বংলা আবাস যোজনা’ নাম পরিবর্তন করবেন না বলেন এদিন স্পষ্ট জানিয়ে দেন মেখ্যমন্ত্রী । এর জন্য দিল্লিতেও দরবার করবেন বলে মুখ্যমন্ত্রী জানিয়ে দেন ।।