প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,০৪ নভেম্বর : যত বড়ই নেতা হন না কেন,দলের মুখ পোড়ানোর মত কোন কাজ করলে দল রেয়াত করবে না । এই বার্তা আগেই দিয়ে রেখেছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । এটা যে নিছক কথার কথা ছিলনা তা কুকীর্তিতে নাম জড়ানো পূর্ব বর্ধমানের দাঁইহাট পুরসভার চেয়ারম্যান শিশির মণ্ডলকে পদত্যাগ করিয়ে আরো একবার স্পষ্ট করেদিলেন তৃণমূলের যুবরাজ।
চাকরি চাওয়ায় এক অসহায় তরুণীকে সহবাসের প্রস্তাব দেবার অভিযোগ উঠেছে চেয়ারম্যানের বিরুদ্ধে।শুধু অভিযোগ ওঠাই নয়,সামাজিক মাধ্যমেও ভাইরাল হয়েছে টেলিফোনেকথপোকথনে শিশির মণ্ডলের ওই তরুণীকে কুপ্রস্তাব দেওয়ার অডিও।এইসব জানার পরেই শিশির মণ্ডলকে অতি সত্তর চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেওয়ার জন্য বৃহস্পতিবার নির্দেশ পাঠায় তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। নির্দেশ অমান্য করলে দল যে কড়া ব্যবস্থা নেবে সেই কথাও তাঁকে ওই দিন জানিয়ে দেন জেলা তৃণমূলের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়।
গোটা ঘটনাকে চক্রান্ত বলে দাবি করলেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রোষানলে পড়ার ভয়ে শুক্রবার বেলা ১২টার আগেই শিশির মণ্ডল কাটোয়া মহকুমা শাসকের দপ্তরে পদত্যাগ পত্র জমা দিয়ে দেন। তবে এত কিছুর পরে ঘরে ও বাইরে তাঁকে নিয়ে নিন্দার ঝড় বাইতে শুরু করেছে।চেয়ারম্যানের কুকীর্তি প্রকাশ্যে আসার পর বিরোধীওরা শাসক দলের বিরুদ্ধে গলা ফাটানো শুরূ করে দিয়েছে ।
দাঁইহাট পুরসভার চেয়ারম্যান শুধুমাত্র একজন রাজনৈতিক ব্যক্তিত্বই নন।তিন দীর্ঘদিন কাটোয়ার অগ্রদ্বীপ ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। ২০০০ সালে তিনি প্রথম দাঁইহাট পুরসভার কাউন্সিলর নির্বাচিত হন। পুনরায় ২০১৫ সালে দাঁইহাট পুরসভার কাউন্সিলর নির্বাচিত হয়ে তিনি
বিরোধী দলনেতা মনোনিত হন। এর পর ২০১৮ সালে অনাস্থা এনে পুরবোর্ডের পতন ঘটিয়ে তিনি পুর প্রধান হধ। ২০২২ সালের পুরসভা নির্বাচনে ফের জয়ী হয়ে শিশির মণ্ডল দাঁইহাট পুরসভার চেয়ারম্যান নিরবাচিত হন । এহেন একজন প্রাক্তন শিক্ষক ও রাজনৈতিক ব্যক্তিত্বর বিরুদ্ধে মেয়ের বয়সী একজন তরূণীকে সহবাসের প্রস্তাবদেবার অভিযোগ
ওঠায় বিস্মিত কাটোয়া মহকুমাবাসী ।
অডিও ও ভিডিও কথোপকথন গত মঙ্গলবার
ভাইরাল হয় । কথোপকথনে পুরুষ কন্ঠের ব্যক্তি দাঁইহাট পুরসভার চেয়ারম্যান শিশির মণ্ডল বলে দাবি করা হয়েছে । যদিও ভাইরাল হওয়া ওই অডিও এবং ভিডিওর সত্যতা এইদিন যাচাই করেনি । সেই কথোপকথন থেকে জানা যায় , তরুণী ২০২০ সালে স্নাতক হয়েছে। তিনি কাকু সন্মোধন ঠিকান, পারিবারিক অবস্থা এইসব বিষয়ে জানতে চান । পরে টেলিফোনে কথোপকথনের মধ্যেই চেয়ারম্যান ওই তরুণীক সহবাসের প্রস্তাব দিয়ে বসেন । আর্থিক প্রলোভন দেখিয়ে তরুণীকে একটি লজে আসার কথা বলেন চেয়ারম্যান ।এমনকি চেয়ারম্যান ওই তরুণীকে বলেন,’আমাকে খুশি করতে পারলে অধেক কিছু পাবি ,যেটা চাকরি করে মিলবে না’ ।
চেয়ারম্যান শিশির মণ্ডল যদিও ওই অডিও এবং ভিডিও কথোপকথন তাঁর নয় বলে দাবি করেছেন । তিনি বলেন,’ওই অডিওতে তাঁর গলায় অন্য কেউ এইসব কথা বলছে। এই ধরনের অশালীন কাজ কোনদিনও তিনি করেন নি বলেও জানান । একই সঙ্গে তিনি বলেন,চক্রান্ত করে তাঁকে ফাঁসিয়ে তাঁর
রাজনৈতিক কেরিয়ার নষ্ট করার জন্য কেউ এইসব করেছে ।’তাই তিনি ভাইরাল হওয়া ওই অডিও ভিডিও বিষয়টি নিয়ে কাটোয়া থানায অভিযোগ দায়ের করেছেন বলে জানান ।
একই সঙ্গে এদিন তিনি এও বলেন,’তদন্তে কি
সত্য উঠে আসে তা দেখে দল ব্যবস্থা নিলেই
ভালো হত ।’ চেয়ারম্যান এমনটা বললেও জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন,’শিশির মণ্ডলকে চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করার জন্য স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন। ওনার ব্যাপারে রাজ্য নেতৃত্ব যা নির্দেশ দেবেন সেটাই আমরা মেনে নেব ।’।