প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,১৮ জুন : রেল লাইন বাঁচাতে রাজ্য সরকারের বরাদ্দ করা অর্থে ভাগীরথীর পাড় বাঁধানের কাজ শুরু করলো সেচ দফতর।শনিবার পূর্ব বর্ধমানের পূর্বস্থলী ১ ব্লকের জালুইডাঙা এলাকায় পৌছে সেই কাজ সরোজমিনে খতিয়ে দেখলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ । ব্লকের বিডিও দেবব্রত জানা,পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক সহ সেচ দফতরের ইঞ্জিনীয়ররাও মন্ত্রীর কাজের স্থানে উপস্থিত থাকেন । তাঁদের উপস্থিতিতে ভাঙন কবলিত ভাগীরথীর পাড়ে দাঁড়িয়েই মন্ত্রী এদিন কেন্দ্রীয় সরকারের প্রতি বঞ্চনার অভিযোগ তুলে সরব হন। যদিও মন্ত্রী স্বপন দেবনাথের আনা বঞ্চনার অভিযোগ ভত্তিহীন বলে দাবী করেছেন বিজেপি নেতৃত্ব ।
পূর্বস্থলী জালুইডাঙা ও তার সংলগ্ন সমুদ্রগড়
,নসরতপুর ভাগীরথীর নদির অদূরেই রয়েছে ব্যান্ডেল- কাটোয়া শাখার রেল পথ।ওই রেলপথের মাধ্যমেই দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে যাতায়াত করা যায় ।ভাগীরথীর ভাঙন বাড়তে থাকায় ওই রেল পথ নদি গর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল ।এর আগে নদী ভাঙনের কারণে ওই এলাকার চাষের জমি থেকে শুরু করে অনেকের বসত ভিটে নদীগর্ভে তলিয়ে গিয়েছে । সেই ঘটনা মাথায় রেখে রেল লাইন বাঁচানোর জন্য ভাগীরথীর পাড় বাঁধানো জরুরী হয়ে পড়ে ।বিষয়টি নিয়ে এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ বার বার কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করেন । কিন্তু রেল দফর কোন হেলদোল দেখায় না। এই পরিস্থিতিতে রেল পথ রক্ষার জন্য শেষমেষ পশ্চিমবঙ্গ সরকারকেই উদ্যোগী হতে হয় মন্ত্রী স্বপন দেবনাথ এদিন দাবী করেন ।
স্বপন দেবনাথ জানান,পাড় ভেঙে ভাগীরথীর ভাঙন যে ভাবে এগোচ্ছিল তাতে ব্যান্ডেল- কাটোয়া রেলপথ নদীগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল।রেললাইন বাঁচাতে তিনি বারে বারে কেন্দ্রের কাছে আর্থিক সহায়তার আবেদন জানান । কিন্তু কেন্দ্র কোন হেলদোল দেখায় না ।তাই রেলপথ বাঁচাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেই উদ্যোগী হতে হয় । ভাগীরথীর পাড়ের ভাঙন রোধের জন্য রাজ্য সরকার ১০ কোটি টাকা বরাদ্দ করে । সেই অর্থে রাজ্যের সেচ দফতর জালুইডাঙা থেকে ডাঙাপাড়া পর্যন্ত প্রায় দুই কিলোমিটার এলাকায় ভাগীরথীর পাড় বাঁধানোর কাজ শুরু করেছে। পাড় রক্ষার পাশাপাশি ওই এলাকায় বেশ কয়েকটি স্নানের ঘাট তৈরীর কাজও শুরু হয়েছে বলে মন্ত্রী স্বপন দেবনাথ জানিয়েছেন ।।