এইদিন বিনোদন ডেস্ক,০৭ আগস্ট : রাজস্থানের উদয়পুরের ‘দর্জি’ কানহাইয়ালাল তেলির নৃশংস হত্যাকাণ্ডের উপর ভিত্তি করে তৈরি “উদয়পুর ফাইলস” (Udaipur Files) ছবির মুক্তির আর কোনো বাধা রইল না । কেন্দ্র সরকার ছবিটি মুক্তির উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে । ছবিটির মুক্তির উপর নিষেধাজ্ঞা জারি করার জন্য সুপ্রিম কোর্টে আবেদন করেছিল কানহাইয়া লাল নৃশংস হত্যা মামলার অষ্টম অভিযুক্ত মোহাম্মদ জাভেদ (Mohammed Javed)। সুপ্রিম কোর্ট বিষয়টি কেন্দ্র সরকারের উপর ছেড়ে দিয়েছিল । অবশেষে ছবিটি মুক্তির বিষয়ে ছাড়পত্র দিয়েছে সেন্সর বোর্ড । শুক্রবার(৮ আগস্ট) ছবিটি বড় পর্দায় মুক্তি পেতে চলেছে। এর আগে দিল্লি হাইকোর্ট ছবিটির মুক্তির উপর স্থগিতাদেশ জারি করে । যেকারণে গত ১১ জুলাই ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি ।
আজ থেকে ৩ বছর আগে, ২৮ জুন, ২০২২ তারিখে, কানহাইয়া লালকে উদয়পুরের হাতিপোল এলাকায় তার টেলারিংয়ের দোকানে নৃশংসভাবে জবাই হত্যা করে হত্যা করে মোহাম্মদ রিয়াজ এবং গৌস মোহাম্মদ । কানহাইয়া লালের অপরাধ ছিল তিনি টিভি বিতর্কে বিজেপি নেত্রী নূপুর শর্মা ইসলামের নবীকে নিয়ে যে মন্তব্য করেছিলেন তা সোশ্যাল মিডিয়ায় সমর্থন করে পোস্ট করেছিলেন । সেই সময় দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। হত্যাকারীদের মৃত্যুদণ্ডের দাবিতে কানহাইয়া লালের ছেলে আজও খালি পায়ে হাঁটেন । কিন্তু এযাবৎ ওই ২ ইসলামি সন্ত্রাসবাদীর সাজা ঘোষণা করেনি আদালত ।
ওই ঘটনার উপর ভিত্তি করে ভারত শ্রীনাতে পরিচালিত এবং অমিত জানি প্রযোজিত “উদয়পুর ফাইলস” ছবিটি নির্মিত হয়েছে । জুন মাসে ছবিটির মুক্তির কথা থাকলেও মুসলিম গোষ্ঠীগুলির বিরোধিতার কারনে পিছিয়ে ১১ জুলাই করা হয়েছিল । ছবিটির মুক্তি স্থগিত করার জন্য সুপ্রিম কোর্টে একটি আবেদন দাখিল করেছিল ‘জমিয়তে উলেমা-ই-হিন্দ’ এবং কানহাইয়া লাল হত্যা মামলার অন্যতম আসামি মোহাম্মদ জাভেদ । জাভেদ বর্তমানে জামিনে মুক্ত । তার দাবি যে ছবিটি সাম্প্রদায়িক সম্প্রীতি এবং জনশৃঙ্খলার উপর সম্ভাব্য নেতিবাচক প্রভাব ফেলবে । কিন্তু তাৎক্ষণিকভাবে আবেদনটি শুনতে অস্বীকৃতি জানান সুপ্রিম কোর্টের বিচারপতি সুধাংশু ধুলিয়া এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ । বেঞ্চ জানায় যে গ্রীষ্মকালীন ছুটির পরে ১৪ জুলাই বিষয়টি সংশ্লিষ্ট বেঞ্চের সামনে উপস্থাপন করা হবে! কিন্তু দিল্লি হাইকোর্ট সেই আশায় জল ঢেলে দিয়ে ছবিটির মুক্তি স্থগিত করে দেয় । ফের বিষয়টি সুপ্রিম কোর্টে গড়ালে আদালত কেন্দ্র সরকারের উপর ছবিটির বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব দেয় । অবশেষে কেন্দ্র সরকার ছবিটির উপর উত্থাপিত আপত্তি খারিজ করে দিয়েছে।
উদয়পুর ফাইলস-এ কানহাইয়া লালের ভূমিকায় অভিনয় করেছেন অভিনেতা বিজয় রাজ, সহ-অভিনয় করেছেন রজনীশ দুগ্গল, প্রীতি ঝাঙ্গিয়ানি, কমলেশ সাওয়ান্ত, কাঞ্চি সিং এবং মুশতাক খান। ছবিটির আগে নাম ছিল জ্ঞানভাপি ফাইলস: আ টেইলার্স মার্ডার স্টোরি এবং প্রাথমিকভাবে ২৭ জুন মুক্তি পাওয়ার কথা ছিল । কিন্তু বিতর্কের কারনে মুক্তির তারিখ পিছিয়ে ১১ জুলাই করা হয়েছে ।।

