এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৮ জুলাই : কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং ডেপুটি পুলিশ কমিশনার (সেন্ট্রাল) ইন্দিরা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে কেন্দ্র কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক । সংবাদ সংস্থা পিটিআই-এর প্রতিবেদন অনুযায়ী,রাজ্যপাল সিভি আনন্দ বোসের পদকে ‘কলঙ্কিত করার’ অভিযোগে তাদের বিরুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রক এই সিদ্ধান্ত নিতে চলেছে । সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে কলকাতা পুলিশের ওই দুই শীর্ষকর্তার বিরুদ্ধে রাজ্যপাল যে রিপোর্ট জমা দিয়েছিলেন তার ভিত্তিতে রবিবার ওই দুই পুলিশকর্তার বিরুদ্ধে পদক্ষেপের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছে পিটিআই ।
পিটিআই-এর প্রতিবেদন অনুযায়ী,পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস জুনের শেষ সপ্তাহে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জমা দেওয়া জমা দেওয়া অভিযোগে জানান, কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার (ডিসিপি) সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি ২০২৪ সালের এপ্রিল-মে মাসে রাজভবনের এক অস্থায়ী মহিলা কর্মীর মনগড়া অভিযোগকে উৎসাহিত করেছিলেন । তারা এমনভাবে কাজ করছে যা একজন সরকারী কর্মচারীর করা অনুচিত । এছাড়া কলকাতা পুলিশ প্রয়োজনীয় অনুমতি দেওয়া সত্ত্বেও ভোট-পরবর্তী সহিংসতার শিকার ব্যক্তিদের তার সাথে দেখা করতে না দেওয়ার বিষয়গুলি তুলে ধরেছেন রাজ্যপাল । রাজ্যপালের বিরুদ্ধে গুজব ছড়ানো এবং সেই গুজবে উৎসাহ প্রদানের মাধ্যমে রাজ্যপালের পদকে কলঙ্কিত করার মত অভিযোগ উঠেছে কলকাতা পুলিশের ওই দুই শীর্ষ কর্তার বিরুদ্ধে ।।