এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,০৪ জুন : দেশে জন গননার( আদমশুমারি) তারিখ নির্ধারণ করা হয়েছে। ২০২৭ সালের ১ মার্চ থেকে আদমশুমারি শুরু হতে চলেছে। এবার দেশের জনসংখ্যা দুটি ধাপে গণনা করা হবে। এবার বর্ণ অনুসারে গণনা করা হবে। একই সাথে পাহাড়ি ও কেন্দ্রশাসিত অঞ্চলে ৬ মাস আগে আদমশুমারি শুরু হবে।
মিডিয়া রিপোর্ট অনুসারে, হিমাচল, উত্তরাখণ্ড এবং কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ এবং জম্মু ও কাশ্মীরে ২০২৬ সালের অক্টোবর থেকেই আদমশুমারি করা হবে। ঘরে ঘরে গিয়ে মানুষ গণনা করা হবে। এবার বর্ণের একটি কলামও থাকবে।
উল্লেখ্য,দেশে শেষ আদমশুমারি ২০১১ সালে হয়েছিল। ২০২১ সালে করোনা মহামারীর কারণে আদমশুমারি স্থগিত করা হয়েছিল। এর সাথে সাথে, কেন্দ্রীয় সরকার এখন আদমশুমারিতে বর্ণ অন্তর্ভুক্তির অনুমোদন দিয়েছে । এর আগে কেন্দ্র সরকার ঘোষণা করেছিল যে প্রতিটি ধর্ম সম্প্রদায় নির্বিশেষে বর্ণ শুমারিও করা হবে ।।

