এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,০৮ সেপ্টেম্বর : বহুবার মামলার তারিখ পিছনোর পর অবশেষে কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার মামলা শেষ হল সুপ্রিম কোর্টে । আজ সোমবার বিচারপতি সঞ্জয় কারোল ও বিচারপতি প্রশান্ত কুমারের বেঞ্চে এই মামলার শুনানি হয় । যদিও শুনানির পর রায় ঘোষণা স্থগিত রাখা হয়েছে ।
প্রসঙ্গত,অল ইন্ডিয়া কনজ্যুমার প্রাইস ইনডেক্স মেনে ডিএ দেওয়ার দাবি জানিয়ে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের দ্বারস্থ হয় মামলাকারী সরকারি কর্মচারীরা । ট্রাইব্যুনাল সরকারি কর্মচারীদের পক্ষেই রায় দেয়। স্যাটের রায়কে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার । কিন্তু হাইকোর্টও ট্রাইব্যুনালের রায় বহাল রাখে । এরপর রাজ্য সরকার হাইকোর্টের রায়ের উপর স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিল । রাজ্যের পক্ষে আইনজীবী হলেন কপিল সিব্বাল । সুপ্রিম কোর্টে দীর্ঘ শুনানির পর রাজ্যকে ডিএ-র ২৫ শতাংশ মিটিয়ে দেওয়ার নির্দেশ দেয় । এ জন্য ছ’সপ্তাহ সময়ও দেওয়া হয়েছিল।
কিন্তু সেই নির্দেশ মেনে ডিএ মেটানোর পরিবর্তে রাজ্য “আর্থিক সঙ্কট” এর কথা বলে অন্তর্বর্তী নির্দেশ পুনর্বিবেচনারও আর্জি জানায়। এদিকে রাজ্য সরকারের পক্ষের আইনজীবী কপিল সিব্বাল বেশ কয়েকটি শুনানিতে গরহাজির থাকার কারনে মামলাটি আরও বিলম্বিত হয়ে যায় । অবশেষে আজ সোমবার মামলায় দীর্ঘ শুনানি পর্ব শেষ হল৷ এখন দেখার বিষয় যে সর্বোচ্চ আদালত রাজ্যকে স্বস্তি দেয় নাকি স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল ও হাইকোর্টের রায় বহাল রাখে ।।