শেখ মিলন,ভাতার(পূর্ব বর্ধমান),১৩ মে : পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার আমারুন গ্রামে এক ব্যক্তি ও তাঁর মা’কে মারধরের অভিযোগে দু’জনকে গ্রেফতার করল পুলিশ । পুলিশ জানিয়েছে ধৃতদের নাম মহাদেব সরকার ও সৌরভ সরকার। ধৃতরা আমারুন গ্রামের বাসিন্দা । বুধবার রাতে গ্রেফতারের পর বৃহস্পতিবার ধৃতদের বর্ধমান আদালতে তোলা হয়।
আমারুন গ্রামের সরকার পাড়ার বাসিন্দা মঙ্গলা সরকার নামে এক ব্যক্তি বুধবার ভাতার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন । তাঁর অভিযোগ,ওইদিন সকালে তাঁদের পাড়ার একটি জায়গা নিয়ে দু’পক্ষের মধ্যে অশান্তি চলছিল । সেই সময় সৌরভ সরকার ও মহাদেব সরকারসহ কয়েকজন বিজেপি কর্মী তাঁদের বাড়িতে চড়াও তাঁকে ব্যাপক মারধর করতে শুরু করে । মারধরের ফলে তাঁর বাম হাতের কব্জির কাছে হাড় ভেঙে যায় । তখন তাঁর মা ফুলি সরকার ছুটে এসে বাঁচাতে আসে । কিন্তু হামলাকারীরা তাঁর মাকেও মারধর করে । মঙ্গলা সরকারের দাবি, তিনি তৃণমূলের সমর্থক হওয়ার কারনে রাজনৈতিক আক্রোশ বশত তাঁদের উপর হামলা চালিয়েছে বিজেপির লোকজন । যদিও বিজেপির দাবি,পারিবারিক ঝামেলাকে রাজনৈতিক রঙ লাগিয়ে তাদের কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে ।।