এইদিন ওয়েবডেস্ক,আহমেদাবাদ,০৭ জুন : হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল ১৬ হাজারেরও বেশি হার্ট সার্জারি করা গুজরাটের কার্ডিওলজিস্ট ড: গৌরব গান্ধীর । গুজরাটের জামনগরের বাসিন্দা ড: গান্ধীর মৃত্যুতে হতবাক গোটা দেশ । জানা গেছে,সোমবার সারাদিন রোগী দেখার পর রাতে জামনগরের প্যালেস রোডের নিজের বাসভবনে ফিরে যান ড: গৌরব গান্ধী । রাতের খাওয়া দাওয়া শেষে যথারীতি তিনি ঘুমতে চলে যান । কিন্তু আজ মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়। হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে ।
জানা গেছে, সাধারণত তিনি প্রতিদিন সকাল ৬ টা নাগাদ ঘুম থেকে উঠে পড়েন । কিন্তু এদিন অনেক সকাল পর্যন্ত তিনি ঘুম থেকে না ওঠায় পরিবারের সদস্যরা তাঁকে জাগানোর চেষ্টা করেন । তিনি কোনো সাড়াশব্দ না দেওয়ায় দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় । কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, সোমবার রাতে কার্ডিওলজিস্ট গৌরব গান্ধী কোনো প্রকার শারিরীক অস্বস্তি বা কষ্ট অনুভব করেননি। তিনি বলেছিলেন যে তিনি খুব সুস্থ ছিলেন এবং সেই রাতে কোনও স্বাস্থ্য সমস্যা উল্লেখ করেননি ।কার্ডিওলজিস্ট গৌরব গান্ধী ১৬,০০০ টিরও বেশি হার্ট সার্জারি করেছেন এবং অনেক রোগীর জীবন বাঁচিয়েছেন । কিন্তু নিজেই মাত্র ৪১ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন । তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবারের সদস্য এবং সহ-চিকিৎসকরা হতবাক । পুলিশ জানিয়েছে,ড: গৌরব গান্ধীর মৃত্যু নিয়ে কোনো সন্দেহ নেই ।।