এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২১ ডিসেম্বর : কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের ১৪৪ টি আসনের মধ্যে ১৩৪ টি আসনে জয়লাভ করে বোর্ড গঠন করতে চলেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস ৷ শুধু তাই নয় তিনটি ওয়ার্ডে বিজয়ী নির্দলীয় প্রার্থীরাও তৃণমূলে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন । তাঁরা হলেন রুবিনা নাজ,পূর্বাসা নস্কর ও তৃণমূল নেতা ইরফান আলী তাজের স্ত্রী আয়েশা কানিজ । রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রীমো মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন,আগামী ২৩ ডিসেম্বর হাজরা রোডের মহারাষ্ট্র নিবাসে কলকাতা পুরসভায় নতুন বোর্ড গঠন হবে। ওই দিনই তিনি মেয়রের নাম ঘোষণা করবেন ।
অন্যদিকে কলকাতা পুরভোটের ফলাফল বিজেপির জন্য একটি বড় ধাক্কা । মাত্র তিনটি আসনে জয় হাসিল করেছে গেরুয়া শিবির । বিজেপি ২০১৫ সালের পুরসভা নির্বাচনের থেকে এবারে ২ টি আসন কম পেয়েছে । এদিকে বিগত পুর নির্বাচনে ১৫ টি আসন দখল করে দ্বিতীয় স্থানে থাকা সিপিএমের অবস্থা আরও শোচনীয় হয়ে গেছে । মাত্র ২ আসন পেয়েছে তার । একই সংখ্যক আসন পেয়েছে জাতীয় কংগ্রেস । পুরভোটের ফলাফল ঘোষণার পরেই এদিন দুপুর ২টো নাগাদ কামাখ্যা মায়ের দর্শনের জন্য অসমের গুয়াহাটির উদ্দেশ্যে রওনা হন মমতা বন্দ্যোপাধ্যায় । তবে এদিনই তিনি কলকাতায় ফিরে আসবেন বলে জানা গেছে ।।