এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৩ এপ্রিল : হাওড়ার শিবপুরে গত ৩০ শে মার্চ রাম নবমী মিছিল ও পরবর্তী সহিংসতার বিষয়ে রাজ্য সরকারকে একটি বিস্তৃত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট । হাওড়ার ঘটনার পর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হাইকোর্টে একটি পিআইএল দাখিল করেছিলেন । তিনি অভিযোগ করেন হিংসার সময় বোমা পর্যন্ত ছোড়া হয়েছিল । তিনি এই বিষয়ে এনআইএ তদন্ত এবং এলাকায় নিরাপত্তা নিশ্চিত করার জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার জন্য আদালতের কাছে অনুরোধ জানান ।
সোমবার এই মামলার শুনানি করেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবগনাম এবং বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের একটি ডিভিশন বেঞ্চ । আদালত হাওড়ায় হিংসার ঘটনার জন্য রাজ্য পুলিশকে তিরস্কারও করে । পাশাপাশি পুলিশকে ৫ এপ্রিল আদালতে সিসিটিভি ফুটেজ জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয় । আগামী ৬ এপ্রিল এই মামলার শুনানির পরবর্তী দিন ধার্য্য করা হয়েছে ।
এদিকে পুরশুড়ার বিজেপি বিধায়ক বিমান ঘোষের উপর হামলার ভিডিও পোস্ট করে শুভেন্দু অধিকারী এদিন টুইট করেছেন,’দেখুন এই নিরপরাধ ব্যক্তিকে, তাও একজন বিধায়ক যাকে আক্রমণ করা হয়েছে, তার প্রান্ত থেকে কোনো রকম উসকানি ছাড়াই আক্রমণ করা হচ্ছে । এখন এই সরকারের অধীনে সাধারণ জনগণের অবস্থা কল্পনা করুন, যারা আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে ।’।