এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৫ অক্টোবর : ডিসেম্বরের মধ্যে শিক্ষক নিয়োগ দূর্নীতি মামলা শেষ করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট । এই মামলার শুনানির সময় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) উদ্দেশে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের বিচারপতি সৌমেন সেন সাফ জানিয়ে দেন যে তদন্তের স্বার্থে যাকে খুশি ডেকে জিজ্ঞাসাবাদ করতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । কিন্তু কোনো অবস্থাতেই গড়িমসি চলবে না । এরপর আগামী ডিসেম্বর মাসের মধ্যে এই মামলার তদন্ত শেষ করার নির্দেশ দেন বিচারপতি।
প্রসঙ্গত, শিক্ষক নিয়োগ দূর্নীতি মামলা নাম জড়িয়েছে তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক ব্যানার্জির । গত ৩ অক্টোবর তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল ইডি । কিন্তু দিল্লিতে ধর্না কর্মসূচির কারনে তিনি জিজ্ঞাসাবাদ এড়িয়ে যান । এদিকে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা ৩ অক্টোবরের তদন্ত প্রক্রিয়া অব্যাহত রাখার নির্দেশ দিয়েছিলেন । বিাচরপতি সিনহার ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন অভিষেক । এদিন তার শুনানি ছিল আদালতে । অবশেষে শিক্ষক নিয়োগ দূর্নীতি মামলা শেষ করার সময়সীমা বেঁধে দিল কলকাতা হাইকোর্ট ।।