এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৫ মার্চ : বীরভূমের বগটুই কান্ডের তদন্তভার সিবিআইয়ের হাতে দিল কলকাতা হাইকোর্ট । শুক্রবার আদালত এই রায় দিয়ে রাজ্য পুলিশের স্পেশাই ইনভেস্টিগেশন টিমকে (সিট) মামলাটি সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার নির্দেশ দেয় । আগামী ৭ এপ্রিলের মধ্যে তদন্তের রিপোর্ট জমা দেওয়ার জন্য সিবিআইকে নির্দেশ দিয়েছে আদালত । এখন সিবিআইয়ের তদন্তে কার কার নাম উঠে আসে সেই দিকে তাকিয়ে সমস্ত মহল।
গত সোমবার রামপুরহাটের বগটুই গ্রামে তৃণমূল নেতা ভাদু শেখকে খুনের ঘটনার পর অগ্নিগর্ভ হয়ে ওঠে গোটা এলাকা । ওইদিন রাতেই ১০ বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে । জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হয় ৮ গ্রামবাসীর (মতান্তরে ১০) । মৃতদের মধ্যে দুই শিশু ও ৩ জন মহিলা রয়েছে । এই ঘটনায় গোটা দেশ জুড়ে আলোড়ন পরে যায় । বৃহস্পতিবার বগটুই গ্রামে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি ঘটনার অন্যতম মূল অভিযুক্ত দলীয় নেতা আনারুল হোসেনকে গ্রেপ্তার ও হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্দেহভাজন সকলকে খুঁজে বের করার নির্দেশ দেন । তাঁর নির্দেশের পরে ওই দিনেই তারাপীঠ থেকে আনারুলকে গ্রেফতার করে পুলিশ । সেই সঙ্গে দোষীদের কাউকে রেয়াত করা হবে না বলে হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী । এই ঘটনায় এখন পর্যন্ত ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে ।শুক্রবার সকালে ধৃত আনারুলের শ্যালককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ ।
বগটুই কান্ডের পর স্বতঃপ্রনোদিত মামলা রুজু করে কলকাতা হাইকোর্ট । একাধিক জনস্বার্থ মামলাও দায়ের হয়েছিল । সিট গঠনের নামে প্রমাণ লোপাটের চেষ্টা হতে পারে বলে অভিযোগ তুলেছিল রাজ্যের বিরোধী দলগুলি । ঘটনার তদন্তভার সিবিআইয়ের উপর দেওয়ার জন্য একটি যাচিকা দায়ের করা হয়েছিল । বাগটুইয়ের ঘটনায় কলকাতা হাইকোর্টের পাশাপাশি সুপ্রিম কোর্টেও একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে । হিন্দু সেনার জাতীয় সভাপতি বিষ্ণু গুপ্তা এই পিটিশন দাখিল করে আদালতের কাছে আবেদন জানিয়েছেন,হয় সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে একটি সিট গঠন করে তদন্ত করা হোক অথবা তদন্তভার দেওয়া হোক সিবিআইয়ের হাতে । অবশ্য সুপ্রিম কোর্টে ওই মামলার শুনানির আগেই এদিন কলকাতা হাইকোর্ট মামলার তদন্তের দায়িত্ব সিবিআইয়ের হাতে তুলে দিল ।।