এইদিন ওয়েবডেস্ক,দক্ষিণ দিনাজপুর,০১ জুলাই : সন্ধ্যায় বাইকে চড়ে বাড়ি ফেরার পথে টাকা ও বহু গুরুত্বপূর্ণ নথিপত্র ভর্তি একটি হাতব্যাগ রাস্তার মধ্যে পড়ে যায় ৷ শেষ পর্যন্ত দক্ষিণ দিনাজপুর জেলার বালুঘাট থানার পুলিশের তৎপরতায় ব্যাগটি ফেরত পেলেন স্থানীয় এক ব্যবসায়ী । শুক্রবার দুপুরে মানিক সরকার নামে ওই ব্যাবসায়ীর হাতে কুড়িয়ে পাওয়া ব্যাগটি তুলে দিলেন বালুরঘাট থানার আইসি । ব্যাগ ফেরত পেয়ে পুলিশকে কৃতজ্ঞতা জানিয়েছেন ওই ব্যবসায়ী ।
জানা গেছে,বালুরঘাট শহরের চকভৃগু এলাকার বাসিন্দা মানিক সরকার কাঠের কারবার করেন । বৃহস্পতিবার রাতে কাজ সেরে নিজের বাইকে চড়ে বাড়ি ফিরছিলেন । মানিকবাবু বলেন,’একটি হাত ব্যাগের মধ্যে হাজার খানেক টাকা,ব্যাঙ্কের চেক বইসহ বহু জরুরি নথিপত্র রাখা ছিল । ব্যাগটি আমি বাইকের বাম পাশে লাগানো একটি হুকে ঝুলিয়ে রেখেছিলাম । কিন্তু বাড়ি ফেরার পর দেখি ব্যাগটি নেই । বুঝতে পারি কোথাও পড়ে গেছে । ফলে ব্যাগটি ফেরত পাওয়ার আশা ছেড়েই দিয়েছিলাম । কিন্তু রাতের দিকে বালুরঘাট থানা থেকে ফোন করে ওই ব্যাগটি কুড়িয়ে পাওয়ার কথা জানানো হয় ।’
জানা গেছে,বৃহস্পতিবার রাতে বালুরঘাট কলেজ মোড় এলাকায় ডিউটি করছিলেন কয়েকজন পুলিশকর্মী ও সিভিক ভলান্টিয়ার । তাঁদের নজরে পড়ে রাস্তায় পড়ে থাকা বাইক আরোহী ব্যাগটি । তারা ব্যাগটি থানায় এনে বাইক আরোহীর মোবাইল নম্বর জানতে পারে । তারপর বাইক আরোহীকে ফোন করে থানায় এসে ব্যাগ ফেরত নেওয়ার জন্য বলা হয় । এদিন ব্যাগটি হস্তান্তর করা হয় ।।