শেখ মিলন,ভাতার(পূর্ব বর্ধমান),১০ সেপ্টেম্বর : পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার পুলিশের তৎপরতায় হারিয়ে যাওয়ার ২ ঘন্টার মধ্যে বাইক ফেরত পেলেন এক ব্যাবসায়ী । বাইক মালিকের নাম শ্রীকান্ত পাল । ভাতার থানার শুনুর গ্রামের বাসিন্দা ওই ব্যক্তি ধান কেনাবেচার ব্যবসা করেন । জানা গেছে,শুক্রবার দুপুর নাগাদ ভাতার বাজারের একটি রাস্ট্রায়ত্ত ব্যঙ্কের শাখায় তিনি ব্যক্তিগত কাজে আসেন । বাইকটি ব্যাঙ্কের শাখার সামনে বর্ধমান কাটোয়া রাজ্য সড়কের ধারে রেখে তিনি ব্যাঙ্কের ভিতরে ঢুকে যান । ব্যাঙ্কের কাজ সেরে মিনিট কুড়ি পর বাইরে বেড়িয়ে এসে দেখেন বাইকটি উধাও হয়ে গেছে ।
শ্রীকান্ত পাল বলেন, ‘তখন ব্যাঙ্কের সামনে ডিউটি করছিলেন কয়েকজন সিভিক ভলেন্টিয়ার্স । আমি তাঁদের বিষয়টি বলি । তাঁরা সঙ্গে সঙ্গে থানার সঙ্গে যোগাযোগ করেন । তারপর ঘন্টা দুয়েক পর ভাতার বাজারের অন্য এক জায়গা থেকে আমার বাইকটি উদ্ধার করে আনে ভাতার থানার পুলিশ ।’
জানা গেছে,সিভিক ভলেন্টিয়ার্সদের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ভাতার থানার পুলিশ । তারপর পুলিশ কর্মী ও সিভিক ভলেন্টিয়ার্স মিলে ভাতার বাজারের পাশাপাশি বিভিন্ন রোডে তল্লশি অভিযান শুরু করেন । শেষে ঘটনাস্থল থেকে কিছুটা দূরে বাইকটি পুলিশের নজরে পড়ে । স্থানীয়দের অনুমান,কেউ বা কারা বাইকটি নিয়ে পালানোর চেষ্টা করেছিল । কিন্তু পুলিশের নজরদারি শুরু হতেই ধরা পড়ার আশঙ্কায় তারা বাইকটি ফেলে রেখে পালিয়ে যায় । পুলিশের তৎপরতায় বাইক ফিরে পেয়ে খুশি শ্রীকান্ত বাবু । তিনি ভাতার থানার পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ।।