শ্যামসুন্দর ঘোষ,পূর্বস্থলী(পূর্ব বর্ধমান),০১ ডিসেম্বর : পূর্ব বর্ধমান জেলার কালনা মহকুমার পূর্বস্থলী ২ ব্লকের বিস্তীর্ণ এলাকা জুড়ে রকমারি মরসুমী ফুলের চাষ করেন চাষিরা । বিগত দু’বছর করোনা আবহের কারনে ব্যপক ক্ষতির মুখে পড়তে হয়েছিল তাঁদের । কিন্তু এবারে বিধিনিষেধ না থাকায় শীত পড়তেই উঠেছে ফুল কেনাবেচার কারবার । রাজ্যের মালদা, বাঁকুড়া, বীরভূম, হুগলি প্রভৃতি জেলা ছাড়াও ওড়িশার ফুল কারবারিরাও আসছেন পূর্বস্থলীতে । তাঁরা সরাসরি চাষিদের সঙ্গে দরদাম করে মাঠ থেকে ফুল কিনে ট্রাক ভর্তি করে নিয়ে যাচ্ছেন নিজের রাজ্যে । এদিকে ক্রেতাদের ভিড় থাকা হাঁসি ফুটেছে পূর্বস্থলীর ফুল চাষিদের মুখে ।
পূর্বস্থলী-২ ব্লকের পলাশপুলি, পূর্বস্থলী, শিবতলা, বেলগাছি, পারুলিয়া, ফলেয়া প্রভৃতি সহ বেশ কিছু গ্রামের শতাধিক চাষি প্রতি বছর মরসুমী ফুলের চাষ করেন । বর্ষার মরশুমে বিঘার পর বিঘা মাঠ জুড়ে তাঁরা গাঁদা,রেডবুকেট, হানিক্যাম, চন্দ্রমল্লিকা,গোলা ক্যালেনডুলা, দোপাটি, ডালিয়া সহ নানা প্রজাতির ফুলের চারা রোপন করেন । তবে গাঁদার চাষ বেশি হয় এলাকায় । এবারেও চাষিরা স্টার গাঁদা,ফ্যান্সি গাঁদা,ইনকা,থোকা গাঁদা, কমলা রঙের গাঁদার মত বিভিন্ন প্রজাতির গাঁদা চাষ করেছেন । নভেম্বর ডিসেম্বরের মাঝামাঝি সময়ে ফুল বিক্রির উপযুক্ত হয়ে ওঠে । দিন সাতেক ধরে বিভিন্ন এলাকার ফুলের কারবারিদের আনাগোনা বেড়েছে পূর্বস্থলীতে ।
পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর মাঠে ফুল কেনাবেচা :-
বেলুড়ের ফুলের ব্যবসায়ী শুভঙ্কর মল্লিক, হুগলি জেলার আরামবাগ রনজিত মালিকরা বৃহস্পতিবার ফুল কেনার জন্য পূর্বস্থলীতে এসেছিলেন । দু’জনেই জানিয়েছেন, এখানকার ফুলের গুণমান ভালো এবং দামও কম । সরাসরি চাষিদের সঙ্গে যোগাযোগ করে তাঁরা মাঠ থেকে ফুল কিনে নিয়ে যাচ্ছেন । শুভঙ্করবাবু বলেন,’আমরা ৩-৪ জন বেলুড় থেকে ট্রেনে এখানে এসেছি । ফুল কেনার পর ক্যারেটে ভরে ফের ট্রেনেই ফিরে যাবো ।’ অন্যদিকে রনজিতবাবু বলেন,’আমাদের যাতায়তে প্রচুর খরচ পড়ে যায় । বাস আর টোটো ভাড়াতে আমাদের মেরে দিচ্ছে । তবুও ফুলের দাম সস্তা থাকায় কিছুটা সুরাহা হচ্ছে ।
পূর্বস্থলীর জনৈক ফুল চাষি মহাদেব দত্ত জানিয়েছেন, এবারে তিনি গাঁদা, ইনকা রেডবুকেট, হানিক্যাম, চন্দ্রমল্লিকা, গোলা ক্যালেনডুলা,দোপাটি, ডালিয়া সহ নানা প্রজাতির ফুলের চাষ করেছিলেন । ইতিমধ্যে ওড়িশা থেকে ব্যবসায়ীরা এসে দু’ট্রাক ভর্তি ফুল কিনে নিয়ে গেছে । এর বাইরে রাজ্যের বিভিন্ন এলাকার ফুল ব্যবসায়ীরা প্রতিদিনই ফুল কিনতে আসছেন ।’ তিনি বলেন,’বিগত দু’বছর করোনার কারনে ব্যপক ক্ষতি হয়েছিল । তবে এবারে লাভের মুখ দেখতে পাচ্ছি ।’ পাশাপাশি তিনি জানান, জানুয়ারী পর্যন্ত ফুল বিক্রি পুরদমে চলবে ।।