এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),০৩ সেপ্টেম্বর : যান্ত্রিক গোলযোগের কারনে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে জমিতে উলটে পড়ল একটি বাস । তবে সেই সময় বাসে কোনও যাত্রী না থাকায় বড়সড় দূর্ঘটনার হাত থেকে রেহাই হয়েছে । শুক্রবার সকাল প্রায় সাড়ে ৬ টা নাগাদ দূর্ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার নর্জার কাছে বর্ধমান-কাটোয়া রাজ্য সড়ক পথে । দূর্ঘটনায় বাসের কন্ডাক্টর অল্পবিস্তর জখম হন । তাঁর প্রাথমিক চিকিৎসা করানো হয় ।
জানা গেছে,নতুনহাট-মেমারি রুটে চলে ‘শুভদীপ’ নামের ওই বাসটি ৷ বাস চালক মঙ্গলকোট থানার নতুনহাটের বাসিন্দা উজ্জ্বল পাল জানান, বাসটির ইঞ্জিনের মেরামতির কাজ করানোর জন্য এদিন বর্ধমানের একটি গ্যারেজের উদ্দেশ্যে যাচ্ছিলেন । কিন্তু নর্জায় খড়ি নদীর উপরে সেতু পেরিয়ে কিছুটা আসতেই বাসের যন্ত্রাংশ ভেঙে যায় । তারপর তিনি আর বাসটির উপর নিয়ন্ত্রন রাখতে পারেননি ।
জানা গেছে,এরপর বাসটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার বাম দিকের জমিতে উলটে পড়ে । সেই সময় বাসে ছিলেন চালক,কন্ডাক্টর,খালাসিসহ ৫ জন । তাঁরা নিজেরাই উলটে যাওয়া বাস থেকে বাইরে বেড়িয়ে আসেন । দূর্ঘটনায় বাসের কন্ডাক্টর বাপি শেখ অল্পবিস্তর আহত । ভাতার থানার শিকোত্তর গ্রামের বাসিন্দা বাপিকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় । যদিও প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয় ।।