এইদিন ওয়েবডেস্ক,লখনউ,০১ মার্চ : উমেশ পাল হত্যাকাণ্ডের পর ‘সব মাফিয়াদের ধ্বংস করা হবে’ বলে বিধানসভায় সাফ জানিয়েছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ । এবার মাফিয়াদের ধ্বংসযজ্ঞ প্রত্যক্ষ করছে উত্তরপ্রদেশের বাসিন্দারা । খালিদ জাফর নামে যে ব্যক্তির বাড়িতে আশ্রয় নিয়েছিল মাফিয়া আতিক আহমেদের স্ত্রী শায়েস্তা পারভীন,বুধবার সেই বাড়িতেই চললো বুলডোজার । সংবাদ মাধ্যমের খবর,উমেশ পালকে হত্যার পর আতিক আহমেদের সাঙ্গপাঙ্গরা শায়েস্তা পারভীনের সঙ্গে দেখা করতে এই বাড়িতে এসেছিল। তারপরেই সব ঘাতকরা চম্পট দেয় ।
প্রয়াগরাজের ধুমানগঞ্জ থানা এলাকার কালিন্দিপুরম কাসারি মাসারিতে ছিল খালিদ জাফরের প্রাসাদ সদৃশ ওই বাড়িটি । প্রশাসনের নির্দেশে এদিন সকাল থেকেই বাড়ির সমস্ত মালপত্র বের করে নেওয়া হয় । মালপত্র বের করার সময় পুলিশ দুটি বিদেশি বন্দুক ও একটি তলোয়ার উদ্ধার করে পুলিশ । তবে বন্দুকগুলো লাইসেন্সপ্রাপ্ত কি না তা এখনো স্পষ্ট নয়। সমস্ত মালপত্র বের করে নেওয়ার পর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় বাড়িটি । জানা গেছে,২০২০ সালের সেপ্টেম্বরে আতিক আহমেদের অবৈধভাবে নির্মিত বাড়িটি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় । আতিকের স্ত্রী শায়েস্তা খালিদ জাফরের এই বাড়িতে এসে ওঠেন । খালিদ জাফরকে মাফিয়া আতিক আহমেদের অত্যন্ত কাছের বলেই মনে করা হয় ।
জানা গেছে,উমেশ পাল হত্যাকাণ্ডের পর যোগী আদিত্যনাথের নির্দেশে মঙ্গলবার প্রশাসনের সঙ্গে জরুরি বৈঠকে বসেছিল প্রয়াগরাজ ডেভেলপমেন্ট অথরিটি (পিডিএ) । আর সেই বৈঠকেই ওই হত্যাকাণ্ডে জড়িতদের বাড়িঘর এবং বিভিন্ন ঠিকানাগুলিকে চিহ্নিত করা হয়েছিল । তালিকার একেবারে শীর্ষে ছিল খালিদ জাফরের দোতলা বাড়িটি । এদিন সকালে বুলডোজার সঙ্গে এনে অভিযানে নামে পিডিএ ।।