বুলটি রায়, বর্ধমান, ১০ জানুয়ারি: চতুষ্পদ অবলা জীবেরও রয়েছে ‘মানবিকতা।’ তাদের মধ্যেও কাজ করে দুঃখ যন্ত্রণার পাশাপাশি দায়িত্ববোধও। নাহলে এভাবে কনকনে ঠাণ্ডায় সঙ্গীর দেহ আগলে ঘন্টার পর ঘন্টা অভুক্ত অবস্থায় বসে থাকা যায়?
পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে জিটি রোডের ওপর এক মৃত মহিষের দেহের পাশে ঠায় বসে থাকতে দেখা গেল তার সঙ্গী বলদ মহিষটিকে। রাজপথ দিয়ে যাতায়াতকারী মানুষ তার সাক্ষী। কেউ একটু থমকে দাড়াচ্ছেন। কেউ একটু দেখে চলে যাচ্ছেন। কিন্তু সঙ্গীর দেহ আগলে থাকা মহিষের কোনও ভ্রুক্ষেপ নেই।
বর্ধমান শহরের টাউনহল ময়দানের বিপরীতে মঙ্গলবার সকাল থেকেই দেখা যায় সড়কপথের ওপর পড়ে রয়েছে একটি বলদ মহিষের দেহ। পিছনের দুটি পায়ে দড়ি বাঁধা। আর ওই দেহের সামনেই বসে রয়েছে তারই সমবয়সী আরও একটি বলদ মহিষ। মহিষদুটির মালিকের সন্ধান পাওয়া যায়নি।
দেখুন ভিডিও :-
স্থানীয়দের অনুমান, কোথাও নিয়ে যাওয়া হচ্ছিল ওই বদল মহিষ জোড়াকে। যাত্রাপথেই তাদের মধ্যে একটি মারা গিয়েছে। কিন্তু ওই দেহ আর কাজে আসবে না। জোটহীন মহিষটিও কাজে লাগবে না। এই বুঝেই রাজপথের ওপরেই ফেলে রেখে যাওয়া হয় মৃত মহিষের সঙ্গে জীবিতটিকেও। তারপর থেকেই ওই জীবিত মোষটি ঘন্টার পর ঘন্টা বসে রয়েছে সঙ্গীর দেহের পাশে। কার্জনগেটের অদূরেই জিটি রোডের ওপর তার সঙ্গী মোষের এভাবে ঠায় বসে থাকা অবাক করে দিয়েছে পথচলতি মানুষদের।তবে এদিন সন্ধ্যা পর্যন্ত পুরসভার পক্ষ থেকে দেহ সরানোর কোনও উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ ।।