এইদিন ওয়েবডেস্ক,কোচবিহার,৩০ জানুয়ারী : আজ সাতসকালে কোচবিহার জেলার শীতলকুচির দেবনাথপাড়া এলাকার একটি সেতু একটি ডাম্পারের ভার সহ্য করতে না পেরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে । ঘটনাকে ঘিরে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয় । এই ঘটনার জন্য “মমতা ব্যানার্জির আমলে কাট মানি সংস্কৃতি”কে দায়ি করেছেন বিজেপির সর্বভারতীয় আইটি ইনচার্জ অমিত মালব্য । তিনি ভেঙে পড়া সেতুর মাঝে আটকে যাওয়া ডাম্পারের ভিডিও এক্স-এ শেয়ার করে লিখেছেন,’কোচবিহারের শীতলকুচির এই সেতুটি মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে পশ্চিমবঙ্গের উপর ‘কাট মানি’ সংস্কৃতির কী প্রভাব পড়েছে তার একটি স্পষ্ট প্রতীক।সরকারি তহবিল পাচার, নিম্নমানের নির্মাণ, শূন্য জবাবদিহিতা এবং সাধারণ মানুষকে প্রতিদিন তাদের জীবনের ঝুঁকি নিতে বাধ্য করা হচ্ছে।এটি উন্নয়ন নয়। এটি দুর্নীতির দ্বারা পরিচালিত অবক্ষয় ।’
জানা গেছে,এদিন সকালে একটি পন্যবাহী ডাম্পার দেবনাথপাড়া এলাকার ওই সেতু দিয়ে পারাপার হচ্ছিল । কিন্তু ডাম্পারটি কিছুটা যেতেই সেতুটি বিকট শব্দে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে । ফলে রাস্তার দু’পাশে প্রচুর যানবাহন আটকে পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয় । যদিও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি । আশপাশের প্রচুর লোকজন ছুটে আসে । আসে প্রশাসন ও পুলিশ । স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সেতুটি দীর্ঘদিন বেহাল অবস্থায় ছিল । প্রশাসনকে বারবার জানিয়েও কোনো সুরাহা হয়নি । তারা সেতুটি নতুন করে নির্মানের দাবি তুলেছেন । প্রশাসনের পক্ষ থেকে আপাতত বিকল্প পথ দিয়ে যান চলাচলের জন্য দ্রুত ব্যবস্থা করার আশ্বাস দেওয়া হয়েছে ।।

