এইদিন ওয়েবডেস্ক,রাজগড়(মধ্যপ্রদেশ),১৬ মে : এক বিংশ শতাব্দীতে এসেও জাতপাত প্রথাকে ভুলতে পারেনি ভারতীয় সমাজের এক শ্রেণীর মানুষ । উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ,গুজরাট, রাজস্থানের উচ্চবর্ণের মানুষ আজও দলিত সম্প্রদায়ের মানুষকে অছ্যুৎ করে রেখেছে । মাঝে মধ্যেই সেই খবর শিরোনামে আসে । ফের এমনই একটি ঘটনা প্রকাশ্যে এসেছে মধ্যপ্রদেশের রাজগড় থেকে । শুধুমাত্র ঘোড়ায় চেপে বিয়ে করতে যাওয়ার অপরাধে দলিত সম্প্রদায়ের বর ও বরযাত্রীকে আটকে দিয়েছে কিছু দুষ্কৃতীরা । রেহাই পায়নি পুলিশও । দুষ্কৃতীদল পুলিশকে লক্ষ্য করে এলোপাথাড়ি ইঁটপাটকেল ছুড়তে শুরু করে । শেষে পুলিশকেও পিছু হঠতে হয় ।
রাজগড় জেলার পিপলিয়া কালা গ্রামে ঘটনাটি ঘটেছে । ওই গ্রামের এক তরুনীর সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল প্রতিবেশী গ্রাম পাঠান খুর্দের (Pathan Khurd) বাসিন্দা রাহুল মেঘওয়াল নামে এক যুবকের । প্রথা অনুযায়ী বরযাত্রী ও বাজনা সহযোগে বরকে ঘোড়ায় চড়ে বিয়ে করতে যাওয়ার কথা । কিন্তু গ্রামের উচ্চ বর্ণের মানুষরা বরকে ঘোড়ায় চড়ে গ্রামের ভিতর দিয়ে আদপেই যেতে দেবে কিনা এনিয়ে আশঙ্কায় ছিল পাত্রপাত্রী পরিবারের লোকজন । তাই তাঁরা আগেভাগেই পুলিশ সুপারের কাছে নিরাপত্তার আবেদন জানিয়েছিলেন । বিয়ের দিন পুলিশবাহিনীও মোতায়েন করা হয়েছিল।
অবশেষে বর ও কনের পরিবারের লোকজনের আশঙ্কা সত্যি প্রমানিত হয় । শোভাযাত্রা সহযোগে বর ঘোড়ায় চড়ে গ্রামের ভিতরে ঢুকতেই তাদের আটকে দেয় দুষ্কৃতীদল । বর ও বরযাত্রীর নিরাপত্তার জন্য গ্রামে পুলিশ উপস্থিত থাকলেও দুর্বৃত্তরা পুলিশের গাড়িতে পাথর ছোড়ে । শেষে ফিরে যেতে হয় বরকে । বেশ কিছুক্ষন পরে অতিরিক্ত পুলিশবাহিনী গিয়ে এসপি-কালেক্টরের উপস্থিতিতে বিয়ে হয় ।
প্রসঙ্গত,মধ্যপ্রদেশে এই ধরনের ঘটনা এই প্রথম নয় । কিছুদিন আগে উজ্জয়নেও একই ধরনের ঘটনা সামনে এসেছিল । বছর তিনেক আগে উত্তরপ্রদেশের আমরোহা জেলার মাকানপুর সুমালি গ্রামের এক যুবক মন্দিরে বিয়ে করতে গেলে আটকে দেওয়া হয় । দলিত সম্প্রদায়ের উপর উচ্চ বর্ণের এই প্রকার অত্যাচারে অসংখ্য নজির পাওয়া যায় ।।