এইদিন ওয়েবডেস্ক,দক্ষিণ ২৪ পরগনা,০৬ জানুয়ারী : ঘুম থেকে ওঠার পর রাস্তার পাশে কলে হাতমুখ ধুতে গিয়েছিলেন গৃহবধু । সেই সময় প্রবল গতিতে ছুটে আসা লরির ধাক্কায় মৃত্যু হল তাঁর । বুধবার সকালে মর্মান্তিক এই দুঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার জয়নগরের বকুলতলা থানার উত্তর ঠাকুরচক গ্রামের তালতলা এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম ওরিজান সর্দার(৪০)। এদিকে দুর্ঘটনার পরেই চম্পট দেয় লরি চালক । এরপর ক্ষিপ্ত গ্রামবাসীরা ঘাতক লরিসহ তিনটি ইঁট বোঝাই লরিতে আগুন ধরিয়ে দেয় । ঘটনার জেরে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় এলাকায় । খবর পেয়ে ঘটনাস্থলে যায় বকুলতলা থানার পুলিশ I পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। এলাকায় উত্তেজনা থাকায় টহল দিচ্ছে পুলিশ ।
জানা গেছে, এদিন সকালে বেলে দুর্গানগরের দিক আসছিল ওই তিনটি ইট বোঝাই লরি । লরিগুলি প্রচন্ড গতিতে চালানো হচ্ছিল বলে অভিযোগ । লরিগুলি উত্তর ঠাকুরচক গ্রামের তালতলার কাছে আসতেই দুর্ঘটনাটি ঘটে । ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন,তালতলার বাসিন্দা ওরিজান সর্দার নামে ওই গৃহবধু এদিন সকালে রাস্তার পাশে কলে হাতমুখ ধুচ্ছিলেন । সেই সময় প্রথম লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি বিদ্যুতের খুঁটিতে গিয়ে ধাক্কা দেয় । ঠিক তার পিছনেই ছিল দ্বিতীয় লরিটি । ওই লরিটির এসে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ওরিজান সর্দারকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় । তৃতীয় লরিটিও নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে নয়ানজুলিতে গিয়ে উলটে পড়ে I এদিকে দুর্ঘটনার পরেই গাড়ি ফেলে চম্পট দেয় তিন চালক ।
জানা গেছে, দূর্ঘটনার আওয়াজ শুনে বাড়ি থেকে বেরিয়ে আসে স্থানীয় বাসিন্দারা I এরপর ক্ষিপ্ত গ্রামবাসীরা তিনটি লরিতেই আগুন ধরিয়ে দেয় । দীর্ঘদিন ধরেই ওই রাস্তা দিয়ে প্রবল গতিতে গাড়ি চলাচল করলেও পুলিশ নির্বিকার দর্শকের ভূমিকা পালন করছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের । এদিকে এই ঘটনার জেরে বেশ কিছুক্ষনের জন্য যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় । পরে খবর পেয়ে বকুলতলা থানার পুলিশ গেলে পরিস্থিতি স্বাভাবিক হয় । মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ । পুলিশ ঘাতক লরি চালকের সন্ধান চালাচ্ছে ।।